গ্রাফিক ক্যারেক্টার রাপ্পা এবার টলিউডে? পরিচালক কে জেনে নিন
Graphic character Rappa now in Tollywood? Find out who the director is

The Truth of Bengal: মৈনাকের হাত ধরে সিনেমার জগতে প্রবেশ গ্রাফিক চরিত্র রাপ্পা রায়ের। এবার রাপ্পাকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন টলিউড পরিচালক মৈনাক ভৌমিক। গল্প বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই চমক দিয়েছেন মৈনাক। তাঁর সিনেমার বিষয়বস্তুতে কখনও বন্ধুত্ব, কখনও বা আবার মা-মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠেছে। এবার পরিচালকের মন গিয়েছে গ্রাফিক নভেলের দিকে। রাপ্পা রায়কে বড়পর্দায় আনার পরিকল্পনা করেছেন মৈনাক।
এই খবরে সিলমোহর দিলেন খোদ রাপ্পা রায়ের স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন কলকাতার একটি নামী প্রযোজক সংস্থা ইতিমধ্যেই তাঁর দুটো গল্পের স্বত্ত্ব কিনে নিয়েছেন। তাঁরাই এবার মৈনাককে দিয়ে ছবি করাতে চলেছেন। ‘ফুলস্টপ ডট কম’ এবং ‘স্টোরিলাইন’- এই দুটি গল্পের স্বত্ত্ব কিনেছিল ঐ প্রযোজনা সংস্থা। তখনও কে পরিচালনা করবেন? সেটা জানতাম না।
তবে রাপ্পার বড়পর্দায় আসার বিষয়ে আমি খুশি।”তবে, সব ঠিক থাকলে চলতি বছরের জুন মাসেই শ্যুটিং শুরু করবেন মৈনাক ভৌমিক। তবে কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। এমনটাই জানিয়েছেন সুযোগ। সূত্রের খবর, ‘ফুলস্টপ ডট কম’ নিয়েই প্রথমে ছবি তৈরি হবে। এখন সেই ছবির চিত্রনাট্যের কাজে ব্যস্ত পরিচালক। তবে, রাপ্পার চরিত্রের জন্য কাকে কাস্টিং করা হয় তার ভার পরিচালক ও প্রযোজকের উপর ছেড়ে দিয়েছেন রাপ্পার স্রষ্টা।