অতীত ভুলে বলিউডে কামব্যাক ফাওয়াদের!জুটি বাঁধছেন বাণী কাপুরের সঙ্গে
Forgetting the past, Fawad's comeback in Bollywood! Teaming up with Vaani Kapoor

The Truth Of Bengal: অতীত ভুলে ৮ বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানি হার্টথ্রব ফাওয়াদ খান। বলিপাড়ায় এমনটাই গুঞ্জন ছড়াচ্ছে। ২০১৬ সালে উরি হামলার কারণে বলিউড থেকে দূরে সরে যেতে হয়েছিল বলে মনে করা হয়। সব ভুলে ফের একবার বলিউডে কাজ করতে প্রস্তুত ফাওয়াদ। তাই ফাওয়াদের ভারতীয় ফ্যানেদের কাছে এটি সুখবরই বটে। নির্মাতারা জানিয়েছেন কিছুদিনের মধ্যেই শুরু হবে শ্যুটিংয়ের কাজ। লন্ডনে শুরু হবে ছবির প্রাথমিক শ্যুটিংয়ের কাজ। জানা গিয়েছে আসন্ন ছবিতে জুটি বাঁধছেন বাণী কাপুরের সঙ্গে।
পাকিস্তানি অভিনেতা হলেও ভারতে ফাওয়াদের ফ্যান ফলোয়ারের তালিকা যথেষ্ট দীর্ঘ। এর আগে বলিউডে খুবসরত, কপুর অ্যান্ড সন্স, অ্যায় দিল হে মুশকিল-এর মতো ছবিতে কাজ করে দর্শকদের মন জয় করেন পাকিস্তানি অভিনেতা। খুবসরতে জুটি বেঁধেছিলেন অনিল কন্যা সোনাম কাপুরের সঙ্গে। কাপুর অ্যান্ড সন্সে সিদ্ধার্থ মালহোত্রার ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যা তাঁকে। অ্যায় দিল হেয় মুশকিল ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর কেমিস্ট্রিও নজক কাড়ে সকলের।
পাকিস্তানের ব্লকব্লাস্টার ছবি ‘দ্য লিজেন্ড অফ মৌলা জাট’ ছবিতে অভিনেতার কাজ প্রশংসিত হয়েছিল। পাশাপাশি ইন্টার ন্যাশনাল সিরিজেও কাজ করেছেন তিনি। আগামী ১৯ জুলাই, জি ফাইভে মুক্তি পাবে অভিনেতার ‘জিন্দেগি’স বরজক।’ নেটফ্লিক্স -এর ‘যো বাচা হ্যায় সঙ্গ সামিট লো’ তেও দেখা যাবে ফাওয়াদকে। সব মিলিয়ে পাকিস্তান ও ভারতীয় দুই দেশের ফ্যানেদেরই মন কাড়তে আরও একবার বলিউডে পা রাখছেন ফাওয়াদ খান।