বিনোদন

চেনা সম্পর্কের জটিল অঙ্কের সমাধান খুঁজল দো অউর দো প্যায়ার, ছবির প্রাপ্তি কী জেনে নিন ?

Find out the solution to the complex number of known relationship "do aur do pyaar", know what is the result of the picture?

The Truth Of Bengal :  দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন, বিবাহ বহির্ভূত প্রেম, প্রতারণা সম্পর্কের এমন জটিল অঙ্কে আটকে গেল পরিচালক শীর্ষা গুহঠাকুরতার “দো অউর দো প্যায়ার” ছবিটি। দীর্ঘদিন পর আবার এই ছবির হাত ধরে বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী বিদ্যা বালন। বেশ কিছুদিন পর্দার দুনিয়া থেকে দূরে থাকলেও যে তাঁর অভিনয়ে এতটুকু মরচে পড়ে নি সেটাই প্রতিটা দৃশ্যে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। যেমন কমিক রিলিফে, তেমনই ইমোশনাল দৃশ্যে অভিনয়ের দিক থেকে বিদ্যার স্বামীর চরিত্রে বেশ সাবলীল প্রতীক গান্ধী। অন্যদিকে এই ছবির বাড়তি পাওনা ইলিয়ান ও সেন্ধিলের কম্বিনেশন। যদিও এই জুটিকে পরিচালক ছবির অনুঘটক হিসেবেই তুলে ধরেছেন।

এই ছবির গল্প শুরু হয় বিদ্যা ও প্রতীক গান্ধীর বিবাহিত জীবনের ছবি দিয়ে। কিন্তু, ইলিয়ানার আগমনে সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। ফলে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। অন্যদিকে, বিদেশি ফটোগ্রাফার সেন্ধিলের সঙ্গে নতুন সম্পর্কের সমীকরণে জড়িয়ে পড়লেন বিদ্যাও। সম্পর্কের এমনই এক জটিল গল্পকে সযত্নে চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে। তাসত্ত্বেও ছবির দৈর্ঘ্য আরও একটু কম হলে ভাল হত। ছবির অনেক দৃশ্যই অযথা মনে হয়েছে হলফেরত দর্শকের সবশেষে বলা যায়, বলিউডের দর্শককে সম্পর্ক, ভালোবাসা এবং অঙ্গীকারের এক অন্যস্বাদের পাঠ পড়াল ‘দো অউর দো প্যায়ার’।

 

Related Articles