
The Truth of Bengal: বহু প্রতিক্ষার পর এবার বড় পর্দায় প্রথমবার দেখা যাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের জুটি। সৌজন্যে অবশ্যই নতুন বছরে বলিউডের নতুন ছবি ফাইটার। মাঝ আকাশে লড়াইয়ের সাথে উড়ছে জাতীয় পতাকা। ব্যাকগ্রাউন্ডে বাজছে বন্দে মাতরম-এর সুর। একেবারে শিহরণ জাগানো মুহূর্ত। মাঝ আকাশে ফাইটার জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। ছবির রিলিজ হওয়া টিজারে এরকম কিছু জেট স্টান্টের আভাস দিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
সিনেমায় হৃতিক ও দীপিকা দুজনকেই দেখা যাবে স্কোয়াড্রন লিডারের ভূমিকায়। ছবিতে হৃতিকের চরিত্রের নাম শমসের পাঠানিয়া ওরফে প্যাটি। অন্যদিকে, মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। দুজনেই ভারতীয় বিমানবাহিনীর এয়ার ড্রাগন ইউনিটের দুই সদস্য। যাঁর কমান্ডিং অফিসার রকির ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
ছবিতে জেট স্টান্টের সঙ্গে টিজারে হৃতিক-দীপিকার খুল্লামখুল্লা রোম্যান্সের ছোঁয়াও পাওয়া গেছে। সেখানে একটি দৃশ্যে নীল সাগর। সাদা বালি। বালুকাবেলায় ‘গ্রিক গড’ হৃতিকের ঠোঁট মিশছে দীপিকার ঠোঁটে! ২০২৩-এর গোড়াতে হইচই ফেলেছিল দীপিকার ‘বেশরম রং’। আর এবার এবার কালো মনোকিনিতে দীপিকার ‘ইশক জ্যায়সা কুছ’ আগুন ধরালো দর্শকের মনে। দুজনের এই সেনসেশনাল দৃশ্য সমালোচকদের মনে বিতর্ক উস্কে দিলেও সুদে আসলে নেটিজেনদের আক্ষেপ পুষিয়ে দিয়েছেন তাঁরা। আগামি ২৫ জানুয়ারি মুক্তি পাবে ফাইটার। তখন এই বিতর্কিত গানটি কতটা সাহায্য করবে বক্স অফিসের বৈতরণী পার করতে তার জবাব দেবে সময়ই।