বিনোদন
Trending

মুক্তির প্রহর গুনছে ‘ফাইটার’, আকাশপথে যুদ্ধ দেখা শুধু সময়ের অপেক্ষা…

Hrithik Roshan Fighter

The Truth Of Bengal: হৃত্বিক রোশনের মোস্ট অ্যাওয়েটেড ছবি ফাইটার। আগামি বছর জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।তবে, মুক্তির আগে প্রচারে ঝড় তুলতে চলেছে হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’। ছবির টিজার, ট্রেলার থেকে গান মুক্তির নতুন স্ট্র্যাটেজি প্রকাশ্যে আনল টিম ‘ফাইটার’৷

আকাশপথে যুদ্ধ দেখতে এখন থেকেই প্রহর গুনছে হৃত্বিক রোশনের ভক্তরা। তার কারণ হৃত্বিকের অ্যাকশন অ্যাডভেঞ্চার ফাইটার সিনেমাহলে ল্যান্ড করবে নেক্সট জানুয়ারিতে। ছবিতে হৃত্বিকের সঙ্গে রয়েছেন দীপিকা পাডুকোন এবং অনিল কাপুর। এছাড়াও করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে দেখা যাবে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। কিন্তু এখনও পর্যন্ত ছবির মোশন পোস্টার ছাড়া কিছুই প্রকাশ করা হয় নি। তবে এবার প্রকাশ্যে এলো ছবির প্রমোশন স্ট্র্যাটেজি।

শোনা যাচ্ছে যে আগামি ডিসেম্বরে আসতে চলেছে ছবির অফিসিয়াল টিজার। পরিচালক সিদ্ধার্থ আনন্দের মতে এই ছবির প্রমোশন স্ট্র্যাটেজি একটু অন্য ধরনের হবে। বিগ বাজেটের ছবির প্রচারের জন্য সাধারনত একমাস সময় নেওয়া হয়। কিন্তু ফাইটারের প্রচার কমপক্ষে ৫০ দিন হবে বলে জানা গিয়েছে। এমনকি ছবির মিউজিক নিয়েও অন্যরকম প্ল্যান করে রেখেছে টিম ফাইটারের পি.আর টিম।

এর আগে ২০২২-এ ছবি মুক্তির কথা থাকলেও করোনার জন্য ছবির পোস্ট প্রোডাকশনের কাজ পিছিয়ে যাওয়ায় আবার নতুন করে ছবি রিলিজের দিন ঠিক করা হয়। সেই মত ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আগামি ২৫শে জানুয়ারি এই ছবি দেশের সিনেমাহলে মুক্তি পেতে চলেছে।

Free Access

Related Articles