বাবা-মা হচ্ছেন ফারহান-শিবানী! গুঞ্জন বলিপাড়ায়
Farhan and Shibani are going to be parents! Rumors are doing the rounds

Truth Of Bengal: নতুন বছরের শুরুতেই বলিউডে সুখবর। বাবা-মা হতে চলেছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। বলিপাড়ায় কান পাতলেই এখন ঘুরে বেড়াচ্ছে এই সুখবর। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। তবে এখনও ফারহান-শিবানী কারও পক্ষ থেকেই কিছুই জানানো হয়নি এই বিষয়ে।
তবে কি কারণে এই গুঞ্জন? আসলে সম্প্রতি শিবাণীকে দেখা গিয়েছে হাসপাতালের বাইরে। সেই থেকেই তারা ধরে নিয়েছেন শীঘ্রই আসতে চলেছে সুখবর। যদিও সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন পুরোটাই ভুয়ো খবর। এখনই তিনি মা হচ্ছেন না। তবে পুরো বিষয়টাই এখন জল্পনা।
গুঞ্জন সত্যি হলে এই নিয়ে তৃতীয় বার বাবা হবেন ফারহান। উল্লেখ্য, ২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ফারহান-শিবানী। জাভেদ আখতার ও শাবানা আজ়মির খান্ডালার ফার্ম হাউজ়ে হয় বিয়ে। প্রসঙ্গত, ২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য তাঁদের, ২০১৭ সালে বিচ্ছেদ। প্রথম বিয়েতে ২ কন্যা সন্তানও রয়েছে ফারহানের। এরপর ফারহান ২০২২ সালে শিবানীকে বিয়ে করেন। সেই বিয়ের দুবছর পর এল সুখবর। এখন দেখার কবে এই গুঞ্জন সিলমোহর দেন তারকা দম্পতি।