বেবিবাম্প নিয়ে মেট গালার রেড কার্পেটে হবু মা কিয়ারা, গড়লেন ইতিহাস
Expectant mother Kiara makes history by walking the Met Gala red carpet with a baby bump

Truth Of Bengal: প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়লেন হবু মা কিয়ারা আডবানি। সোমবার মেট গালার রেড কার্পেটে বেবিবাম্প নিয়ে হাঁটলেন কিয়ারা আডবানি। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে যোগ দিলেন। স্বাভাবিকভাবেই কিয়ারার এই পদক্ষেপ নয়া রেকর্ড গড়ল বিশ্বমঞ্চে। মেট গালার রেড কার্পেটের জন্যে কিয়ারা বেছে নিয়েছিলেন ভারতীয় পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউন। মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে রীতিমতো চোখ ফেরানো দায়।
হবু মা কিয়ারার সাজপোশাকে ফুটে উঠল ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন। কিয়ারার কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। যেহেতু কিয়ারা অন্তঃসত্ত্বা তাই তাঁর পোশাকের মধ্যে দিয়ে মা-সন্তানের নিবিড় ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। কিয়ারার মেট গালা লুক বেজায় পছন্দ হয়েছেন অনুরাগীদের। এক কথায় কিয়ারার প্রসংশায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। এবছর ৫ মে অনুষ্ঠিত হল
‘মেট গালা’। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছিল। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিলেন তারকারা। আর সবার মধ্যেই থেকে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা কিয়ারা। উল্লেখ্য, এরআগে বলিউডের বহু অভিনেত্রী হেঁটেছেন মেট গালার রেড কার্পেটে। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট ডেবিউ হয়েছিল ভারতের। এরপর পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ‘দেশি’ নায়িকাদের তালিকায় কিয়ারা আডবানিই নতুন রেকর্ড গড়লেন।