বিনোদন

হার্ট ব্লকেজ এর কারণে বসেছে পেসমেকার, কেমন আছেন এখন ফেলুদা?

Sabyasachi Chakraborty

The Truth of Bengal: মঙ্গলবার অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে বুকে ব্যাধা নিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চক্রবর্তী পরিবারের তরফ থেকে যদিও তার অসুস্থতা নিয়ে সেভাবে প্রকাশ্যে কোনও মন্তব্য প্রথম থেকেই শোনা যায় নি। তবে হাসপাতালের তরফ থেকে জানা যায় যে, পরীক্ষার পর ব্লকেজ পাওয়া যায় তার হৃদয়ে।

চিকিৎসকেরা তড়িঘড়িতে পেসমেকার বসানোর কথা জানান পরিবারকে এবং সেজন্যই বুধবার সন্ধ্যায় অভিনেতার অস্ত্রোপচার করবার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়াও হাসপাতাল সূত্রে জানা যায়, আপতত ভালো আছেন ফেলুদা। পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন হাসপাতালে। গত সপ্তাহেই অভিনেতাকে দেখা যায় তার নাতির অন্নপ্রাশনের অনুষ্ঠানে।

গৌরব এবং রিধিমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাকেও তদারকি করতে দেখা যায় নানান কাজের মধ্যে। তবে অনুষ্ঠানের কিছু দিন পরেই এই ঘটনা কোথাও গিয়ে ভক্তদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেট দুনিয়ায় খবর ছড়াতেই সকলে তার আরোগ্য কামনা করছেন যাতে সব্যসাচী চক্রবর্তী ওরফে ফেলুদা খুব শীঘ্রই সেরে ওঠেন।

Related Articles