বছর শেষে মুক্তি পেতে চলেছে ডিকে-রাজের ‘সিটাডেল’
DK-Raj's 'Citadel' is set to release by the end of the year.

Truth Of Bengal : পরিচালক রাজ অ্যান্ড ডি কের হাত ধরে একদম ভারতীয় সংস্করণেবলিউডেরুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ ‘সিটাডেলে’র ট্রেলারমুক্তি পেল। ‘ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’র মতো বিখ্যাত সব ওয়েব সিরিজের নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয় নাম রাজ অ্যান্ড ডি কে। এবার তাঁদের পরিচালনায় আসতে চলেছে ‘সিটাডেল: হানি বানি’।মঙ্গলবারসিরিজটির ট্রেলার সামনে আসতেই নজর কেড়েছে ‘হানি-বানি’র রসায়ন। এই সিরিজটিতে ‘হানি’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে এবং ‘বানি’র চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পর আবারসামান্থা জুটি বাঁধলেন রাজ অ্যান্ড ডি কের সাথে।
সিরিজটিতে চোর-স্পাইয়ের খেলায় তিনি স্পাই হওয়ার সাথে সাথে সামান্থা একজন মেয়ের মাও। মেয়ে ‘নাদিয়া’-কে নিয়ে তার জীবন, সঙ্গে রয়েছে অ্যাকশন। একজন মেয়েকে কীভাবে আগলে রেখে শত্রুকে কীভাবে দমন করা যায় তা তিনি বেশ ভালো করেই জানেন। অপরদিকে ‘বানি’ অর্থাৎ বরুণ ধাওয়ানএকজন অনাথ এবং স্পাই।সামান্থা এবং বরুণের জীবনের লড়াইটা আলাদা হলেও পেশাটা তাঁদের দুজনেরই এক। আর সেই কারণেই ঘটনাচক্রেতাদের জীবনজুড়ে যাবে এক সুতোয়। ট্রেলারে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কীভাবে ‘হানি-বানি’ দু’জনে একসঙ্গে মিলে লড়াই করছে এবং তাঁর মধ্যে দিয়ে সব সীমা অতিক্রম করে যাচ্ছে তাদের সাহস এবং শক্তি।
তবে সিরিজটিতে সামান্থা ও বরুণ ছাড়াও অভিনয় করছেন কে কে মেনন, সিমরান, সাকিব সেলিম, সিকন্দর খের, সোহম মজুমদার, শিবঙ্কিত পারিশার এবং কাশভি মজমুদার।নয়ের দশকের প্রেক্ষাপটে গড়ে ওঠা অ্যাকশনে ভরপুরএই ওয়েব সিরিজ জুড়ে থাকবে ভালোবাসার গল্প।সিরিজটি প্রযোজনা করেছে ডি২ আর ফিল্মস এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং ও সীতা মেনন ৷ সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। চলতি বছরের ৭ নভেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলেই জানা যাচ্ছে।