বিনোদন

“সাভি আ ব্লাডি হাউস ওয়াইফ”-এ দেখা যাবে দিব্যার দিব্য রুপ

Divya's Divya look will be seen in Savi A Bloody Housewife

The Truth Of Bengal :  আপাত দৃষ্টিতে সাভি এক সাধারণ গৃহবধূ, কিন্তু তার এর বাইরেও একটি মিশন আছে। সে একটি বিপজ্জনক জেল ব্রেক করার প্ল্যান করছে। প্রকাশ্যে আসা তৃতীয় টিজারে দেখা যাচ্ছে যে সে বলছে কাল তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। সে এমন একটি কাজ করতে চলছে যেখানে তার প্রাণহানিও হতে পারে। এর পরেই সাভি হাত জোড় করে বলছে, ( বাচ্চার খেয়াল রাখার কথাটা)

তাহলে বুঝতেই পারছেন রহস্যের একটি কালো চাদরের মধ্যে দিয়ে আবর্তিত হয়েছে গোটা টিজারটি। এর আগেই মুক্তি পেয়েছে এই ছবিটির আরও ২ টি টিজার। প্রতিটি খণ্ডই যেন প্রশ্ন জাগিয়ে দিচ্ছে দর্শকদের মনে। যে এরা কারা? কী হয়েছে এই পরিবারের? কেন একজন সাধারণ গৃহবধূকে এমন বিপজ্জনক রাস্তায় হাটা শুরু করতে হল?

প্রসঙ্গত, এই ছবিটি মুকেশ ভাট, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, এই ত্রয়ী দ্বারা প্রযোজিত। ছবিটি পরিচালনা করেছেন অভিনায় দেও। আগামী ৩১ শে মে মুক্তি পাবে অনিল কাপুর এবিং দিব্যা খোসলা অভিনীত সিনেমা “সাভি আ ব্লাডি হাউস ওয়াইফ”। এবার শুধু এটাই দেখার যে দিব্যা খোসলা অভিনীত এই সিনেমা ঠিক কতটা দর্শকের মন জয় করতে পারে ।

 

Related Articles