বিনোদন

কলকাতায় ইয়ারিয়াঁ ২- এর প্রচারে দিব্যা খোসলা কুমার

Divya Khosla Kumar and Yash Dasgupta

The Truth of Bengal: ইয়ারিয়াঁ ২- এর প্রচারে বৃহস্পতিবার কলকাতা এসেছিলেন বলিউড নায়িকা দিব্যা খোসলা কুমার। আর তাঁকে নিতে হলুদ ট্যাক্সি করে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম নায়ক যশ দাশগুপ্ত। যশের এমন ওয়েলকাম দেখে আপ্লুত দিব্যা। তবে শুধু বিমানবন্দরে নয়, অভিনেত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাটেও পুজো দিলেন যশ। এর পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে ১৩৮ বছরের পুরোনো মিষ্টির দোকান থেকে সুস্বাদু মিষ্টি খেলেন।

টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই মিলেছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যশ।  ২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ইয়ারিয়া’। সেই ছবি বক্সঅফিসে খুব একটা ছাপ ফেলতে না পারলেও নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল সিনেমার গান। এবারে কর্পোরেট, আনরোম্যান্টিক স্বামীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী দিব্যার সঙ্গে বনিবনা না হওয়ার ঝলকও ধরা পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে এমন দাম্পত্য  রসায়ণ।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘ইয়ারিয়া ২’র টিজার। গুলশান কুমার এবং টি-সিরিজ প্রযোজিত  টি-সিরিজ ফিল্মস এবং রাও ও সাপ্রু ফিল্মসের প্রযোজনায় ইয়ারিয়াঁ ২ এর টাইটেল উপস্থাপন হয়েছে। ২০ অক্টোবর ২০২৩-এ প্রেক্ষাগৃহে আসতে চলেছে  সিনেমাটি। এটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, দিব্যা খোসলা কুমার  ও আয়ুষ মহেশ্বরী এবং পরিচালনা করেছেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু।

Related Articles