‘ডন ৩’-ছবি নিয়ে বড় সিদ্ধান্ত পরিচালক ফারহান আখতার
Director Farhan Akhtar made a big decision about 'Don 3'

The Truth Of Bengal: ডন ৩ ফারহান আখতার। এই নিয়ে গত বছর থেকেই চলছিল জল্পনা। এবার সব জল্পনার অবসান ঘটল। গত বছরই ছবির প্রোডাকশন হাউজের তরফে পেশ করা এক বিবৃতিতে জানা গিয়েছিল, নতুন ডন হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। তবে নায়িকা কে হবেন, তা এখনও অজানা। বহু নায়িকার নাম উঠে এলেও ফারহান এই নিয়ে কিছুই বলেননি। শুধু বলেছিলেন ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এক বড়সড় ঘোষণা করা হবে।
ফারহান তার কথা রাখলেন। ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের সকালের দিকেই এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট শেয়ার করেছেন তিনি। সেই পোস্ট বলছে ডন ৩-এ পা রাখছেন কিয়ারা আদবানি।
Welcome to the Don universe @advani_kiara #Don3@RanveerOfficial @ritesh_sid @PushkarGayatri @J10Kassim @roo_cha @vishalrr @excelmovies @chouhanmanoj82 #Olly pic.twitter.com/T5xGupgHiF
— Farhan Akhtar (@FarOutAkhtar) February 20, 2024
ভিডিও এর ব্যাকগ্রাউন্ডে বাজছে ডন-এর থিম মিউজিক। সঙ্গে একেকটা স্লাইডে লেখা আছে ‘ওয়েলকামিং কিয়ারা আদবানি টু দ্য ডন ইউনিভার্স আ নিউ এরা বিগিনস।’ তবে ডন-এর ছবিতে কেন শাহরুখ খান বাদ পড়লেন এই প্রশ্নের মুখে জেরবার ফারহান। এই নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। তবে, জল এখনও ঘোলাই। কারন ফারহানের ডন-এ সব সময়ে দুই নায়িকা দেখা গিয়েছে। প্রথম দুই ছবিতে রোমা ভগতের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা, ২০০৬ সালের ছবিতে ডনের সহচরী হিসেবে দেখা গিয়েছিল ইশা কোপিকরকে, চরিত্রটার নাম ছিল অনিতা। ডন ২-এ সেই সহচরী চরিত্রে দেখা গিয়েছিল লারা দত্তাকে যার নাম ছিল আয়েষা। ফলে, কিয়ারা রোমার চরিত্রে অভিনয় করবেন না ডনের সহচরীর চরিত্রে, তা এখনও স্পষ্ট নয়।