
Truth Of Bengal: দিলজিৎ দোসাঞ্ঝ। এই পাঞ্জাবি পপস্টারের সুরে বুদ গোটা দেশ। কিছুদিন আগেই কলকাতায় কনসার্ট করে গিয়েছেন দিলজিৎ। ঘুরেছেন কলকাতার বিভিন্ন জায়গায়। হাওড়ার মল্লিক ঘাট থেকে দক্ষিণেশ্বর, কফি হাউজেও ঢু মেরেছিলেন দিলজিৎ। সেই সমস্ত ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন গায়ক। যা ব্যাপক ভাইরাল তো হয়েছিলই সঙ্গে মন কেড়েছিল গোটা বঙ্গবাসীর।
তবে শুধু কলকাতা বাদ দিলে সম্প্রতি দিলজিৎ যেখানেই কনসার্ট করেছেন সেখানেই তৈরি হয়েছে বিতর্ক। কখনো গানের শব্দের জন্য আবার কখনও বা গানের মাধ্যমে মদ-মাদকের প্রচারের জন্য। ব্যতিক্রম শুধু কলকাতা। এবার চণ্ডীগড়ে কনসার্ট করতে গিয়ে মাত্রাতিরিক্ত শব্দদূষণের অভিযোগ উঠল দিলজিতের বিরুদ্ধে। যার জেরে গায়ককে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে এবার।
সূত্রের খবর, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিলজিতের কনসার্ট হওয়ার সময়ে শব্দদূষণের মাত্রা ছাড়িয়েছে ৭৫ ডেসিবলের বেশি। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬.১ থেকে ৯৩.১ পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনত অপরাধ। জানা গিয়েছে, যার জেরে ইতিমধ্যেই দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের আয়োজকদের কাছে নোটিস পাঠানো হয়েছে। আর সেই আইন লঙ্ঘনের অভিযোগেই ১৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে পাঞ্চাবি পপস্টারকে। সবমিলিয়ে বলাই যায়, বছর শেষেও বিতর্ক সঙ্গী দিলজিতের।