
Truth Of Bengal: বলিউডের হিট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’ দুই ছবিতেই দারুণ প্রসংশিত এই জুটি। রিয়েল লাইফে না হলেও রিল লাইফে এই জুটি আজও দর্শকদের বড় পছন্দের। তবে এবার এই জুটিই আবারও ফিরছে বড় পর্দায়। বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দীপিকা-রণবীর।
সূত্রের খবর, করণ জোহরের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে নাকি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা ও রণবীরকে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে তাঁদের চরিত্রের নাম ছিল নয়না ও বানি। কার্তিকের ছবিতেও নয়না ও বানি হিসাবেই দেখা যাবে তাঁদের। তবে শুধু দীপিকা-রণবীরই নন, আদিত্য রয় কপূর ও কল্কি কেকলাঁকেও ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে। তবে এই বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, করণ জোহরের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। গতমাসেই করণ জোহরের সংস্থার তরফে এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী শর্বরীকে। ছবিটি পরিচালনা করবেন সমীর বিদ্বানস। তাঁর সঙ্গে কার্তিক এর আগে ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে কাজ করেছিলেন। ছবিতে কার্তিকের বিপরীতে কে থাকবে তা এখনও ঘোষণা করা হয়নি। ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে এই ছবিটি। আর এই ছবিতে দীপিকা-রণবীরের ক্যামিও যে আরও কয়েকগুণ উন্মাদনা বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।