জামনগর বিমানবন্দরে দীপিকা-রণবীর, ভিড় ঠেলে হবু মাকে সামলাতে নাজেহাল রণবীর
Deepika-Ranbir at Jamnagar airport, Ranbir is embarrassed to handle the crowd

The Truth Of Bengal: ইয়ামি ও অনুষ্কা পর দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবরে যখন তোলপাড় নেট দুনিয়া ঠিক সেই সময় জামনগর বিমানবন্দরে হবু মা-বাবাকে দেখে হইচই ভক্তদের। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জামনগর বিমানবন্দরের গেটে দীপিকাকে এবং রণবীরকে ঘিরে ধরেছেন তাদের ভক্তরা। আর ভিড় ঠেলে হবু মাকে সামলাতে একেবারে নাজেহাল অবস্থা রণবীরের ।
১ মার্চ শুক্রবার থেকে শুরু মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান। জামনগরের এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছেন বলিউডের বহু তারকা। ডাক ছিল দীপিকা-রণবীরেরও। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে জামনগর বিমানবন্দরে অনুগামীদের সাথে দেখা হয় রণবীর-দীপিকার।
প্রসঙ্গত, বহুদিন ধরে চলছিল দীপিকার মা হওয়ার গুণজন। সমস্ত গুঞ্জনের ইতি টেনে ২৯ শে ফেব্রুয়ারি দীপিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান দেন তিনি মা হতে চলেছেন। সেপ্টেম্বরে তার কোল আলো করে আসতে চলেছে সন্তান। আর এই পোস্ট ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছিল শুভেচ্ছা ঝড়।
View this post on Instagram
FREE ACCESS