বিনোদন

পহেলগাঁও-এ জঙ্গি হানায় মৃত্যু মিছিল, সরব গোটা বলিউড

Death procession in Pahalgaon terror attack, entire Bollywood in awe

Truth Of Bengal: রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। পহেলগাঁও-এ ঘুরতে আসা পর্যটকদের ধর্ম নিশ্চিত করে তারপর তাদের হত্যা করে জঙ্গিগোষ্ঠী। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড তারকারাও। অক্ষয় কুমার থেকে শুরু করে ফারহান আখতার, ভিকি কৌশল, সঞ্জয় দত্তসব একাধিক বলিউড তারকারা সরব এই পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায়।

জঙ্গিহামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘পহেলগাঁওতে যে বর্বর অমানবিক জঙ্গিহামলা ঘটেছে তার দুঃখ ও রাগ বহিঃপ্রকাশের ভাষা নেই। এরকম সময়ে উপরওয়ালার কাছে শুধু প্রার্থনাই করা যায় যাঁরা ভুক্তভোগী তাঁদের পরিবারের জন্যে। আমিও সমবেদনা জানাই। এক দেশ হিসেবে একাত্ম হয়ে এরকম নৃশংস ঘটনার বিচার চাই’।

সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে অক্ষয় কুমার লিখেছেন, “পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।”

ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, “পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।”

সরব হয়েছেন সোনু সুদ। সোনু সমাজমাধ্যমে লিখেছেন,“নিরীহ পর্যটকদের উপর কাপুরুষের মতো এই হামলার নিন্দা করি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকতে পারে না।”

উরির হামলা নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতার প্রতিক্রিয়া, “পহেলগাঁও-এর জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।” কর্ণ জোহর লিখেছেন, “সত্যি হৃদয় বিদারক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”

এক সময় জঙ্গি যোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।”

পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় সরব হয়েছেন ‘কাশ্মীর ফাইলস্’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জঙ্গি হামলার পর সোজা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি করেছেন বিবেক। তাঁর দাবি ‘‘কাশ্মীরকে রক্ষা করুন, বাংলায় নজর দিন।’’ মঙ্গলবার দেশে ছিলেন না বিবেক। এই ঘটনার পর বিবেক লিখেছেন, ‘‘শিকাগোতে নেমে কাশ্মীরের অমানবিক হামলার খবরটি পেলাম। আমি অনেক দিন ধরে এই ভয়টাই পেয়েছিলাম। আমি দীর্ঘ দিন ধরেই তা বলে আসছিলাম। কাশ্মীরে শান্তি নেই, কৌশলগত ভাবে সেই শান্তি বজায় রাখার চেষ্টা চলছিল ওখানে। অমিত শাহের কাছে আমার অনুরোধ থাকবে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। বাংলার দিকেও নজর দিন যাতে আরও একটা দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা সবাই বোধহয় এই কায়দাটা জানি।’’

পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা পহেলগাঁও-কাণ্ডের একটি ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “যে লোকগুলির কাছে নিজেকে রক্ষা করার জন্য কিছু ছিল না, তাঁদের উপর ওরা গুলি চালিয়েছে। পৃথিবীর সমস্ত যুদ্ধই কিন্তু যুদ্ধক্ষেত্রে হয়েছে। কিন্তু এই নপুংসকগুলি হাতে অস্ত্র পেতেই নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করছে।”কঙ্গনা প্রশ্ন তুলেছেন, “এই কাপুরুষদের সঙ্গে যুদ্ধ করব কী ভাবে? যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে কে লড়াই করতে চায়!”

ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তিনি লিখেছেন, “এই ঘটনায় আমার হৃদয় ভেঙে চুরমার।”

গীতিকার জাভেদ আখতার এই ঘটনা নিয়ে লিখেছেন, “যাই হয়ে যাক, যে মূল্যই দিতে হোক, প্রতিক্রিয়া যেমনই হোক, পহেলগাঁও-এর জঙ্গিরা যেন পার না পায়। এই গণহত্যাকারীদের নিজেদের প্রাণ দিয়ে এই ঘটনার মূল্য চোকাতে হবে।”

অভিনেতা রামচরণ লিখেছেন, “পহেলগাঁও-এর ঘটনায় খুবই আহত ও দুঃখিত। এই ধরনের ঘটনার কোনও জায়গাই নেই আমাদের সমাজে। এর কড়া নিন্দা করি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

জাহ্নবী কপূর, তুষার কপূর, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডভানি, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, সামান্থা রাউত প্রভু,কমল হাসন, রবীনা টন্ডনরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে বলিউড সব মহলেই বাড়ছে ক্ষোভ। ভারত সরকার যোগ্য জবাব দিক, নিরীহ মানুষ গুলোর রক্তের বদলা নিক তেমনই চাইছে গোটা দেশবাসী।

Related Articles