
The Truth of Bengal: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি দশম অবতার নিয়ে উন্মাদনা তুঙ্গে। ভগবান বিষ্ণুর দশটি অবতারকে অন্যভাবে এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। বুধবারই সামনে এল এই ছবির কলাকুশনিদের ফার্স্ট লুক, সঙ্গে অফিসিয়াল পোস্টার। পরিচালক সৃজিতের এই ছবিতে মূল আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যয়া, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান। নতুন এই পোস্টারে ২২ শে শ্রাবণের প্রবীর রায়চৌধুরীর কথা মনে করালেন বুম্বা দা।
আর খোকা হিসেবে এন্ট্রি হয় অনির্বানের। মোটা ফ্রেমের চশমায় নজর কাড়েন যিশু। আর এই সকলের মাঝে বিশেষ বাবে নজর কাড়েন জয়া আহসান। প্রসঙ্গত, সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্সঅপিস হিট। অন্যদিকে দশম অবতারের গানও টলিউড ইন্ডাস্ট্রিতে যে মাইলস্টোন হতে চলেছে তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে। কারণ টিমে রয়েছেন, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দআশগুপ্তরা। কয়েক দিন আগেই বসুবাটিতে পৌছে গিয়েছিল দশম অবতারের গোটা টিম। উদ্দেশ্যে ছিল লোগো লঞ্চ করা। সেই মতোই লোগো লঞ্চ হয়।
এবার প্রকাশ্যে এল দশম অবতারের ফার্স্টলুক পোস্টার। টিলিউড সূত্রে খবর, শাহরুখের জওয়ান ছবির সঙ্গেই নাকি সৃজিতের দশম অবতারের টিজার দেখানো হবে। মূলত রাজেয জওয়ান পরিবেশনার দাযিত্ব রয়েছে এসভিএফের কাঁধে। আর দশম অবতারের প্রযোজক সংস্থাও এসভিএফই। সেই কারণে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। তবে শোনা যাচ্ছে , পুজোতেই বড় পর্দা কাঁপাতে দশম অবতারের পুরো টিম নিয়ে হাজির হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়।