মুক্তির আগেই ‘ক্রু’তে কাঁচি সেন্সর বোর্ডের, ছাড়পত্র পেতে কী করলেন বালাজীরা
Crew release in friday

The Truth of Bengal: বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’। টাব্বু, করিনা কাপুর খান ও কৃতি শ্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে কমেডি ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই সিনেমায় বিমানসেবিকার ভূমিকায় অভিনয় করেছেন তিন অভিনেত্রী। শুক্রবার বড়পর্দায় অবতীর্ন হওয়ার আগে সেন্সরের কোপে পড়ল ছবিটি। ছবি থেকে বাদ একাধিক সংলাপ।
শুক্রবার মুক্তি পাবে টাব্বু, করিনা কাপুর খান ও কৃতি শ্যাননের কমেডির ককটেল ক্রু। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছেন টাব্বু, করিনা ও কৃতি এই তিন প্রজন্মের বলিউড ডিভা। তবে, মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে ছবিটি।রিয়া কাপুর প্রযোজিত এই সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে।এখানে এই তিন অভিনেত্রীকে দেখা যাবে বিমানসেবিকা হিসেবে। ছবির একাধিক সংলাপে অশ্লীল কথা ব্যবহার করায় সেন্সরের কাঁচি চলল ছবিতে । তাই ছবি মুক্তির আগে সেন্সর বোর্ড নির্দেশে ছবি থেকে এই শব্দগুলো বাদ দিয়ে অন্য কিছু রাখা হয়েছে। অন্যদিকে ছবির চোলি কে পিছে গান নিয়েও সমালোচনার মুখে পড়েছে ছবিটি। গানটির এই রিমিক্স ভার্সান নিয়ে আপত্তি তুলেছেন গানটির প্রকৃত শিল্পী ইলা অরুণ। প্রসঙ্গত, ৯০ দশকে সুপারহিট খলনায়ক ছবিতে ইলা অরুণের কন্ঠে এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এবার সেই গানকে রিমেক করে ইলার রোষানলে পড়ল টিম ক্রু।
কমেডির মোড়কের এই ছবিতে তিন অভিনেত্রীকে অনস্ক্রিনে প্রচুর খুনশুটি করতে দেখা যাবে। ছবির গল্প অনুসারে এরা তিনজন হলেন বিমানসেবিকা হিসেবে। আর তাঁরা যে সংস্থার বিমানসেবিকা সেই সংস্থার কর্ণধার হলেন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিমানে করে কিনা পাচার করা হয় সোনার বিস্কুট। এই কথা জানতে পারার পর কী ঘটে, করিনা, কৃতি এবং টাবু কোন বিপদে জড়িয়ে পড়েন সেটাই উঠে আসবে এই ছবির গল্পে। অন্যদিকে, একই সঙ্গে জানা যাবে তাঁরা এই সংস্থার বিমানে কাজ করতেন সেটা দেউলিয়া হয়ে গিয়েছে। কিন্তু সেখান দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সেই কোম্পানি কী কী করছে সেটাও এই ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে মজাদার রহস্যের যবনিকা পতন হবে ছবির ক্ল্যাইম্যাক্সে। ফলে কমেডি,সাসপেন্স ও বিতর্ক সব কিছুই নিয়ে গুডফ্রাইডের দিন মুক্তি পেতে চলেছে ক্রু। বলিউডের বক্স অফিসে এই ট্রায়োর মজাদার কাণ্ডকারখানা নাকি এঁদের ঘিরে বিতর্ক কোনটা বেশি প্রাধান্য পায় এখন সেটাই দেখার।