বিনোদন

আসছে সাসপেন্সে ভরপুর “থাঙ্গালান”, সারা ভারতে ৫ টি ভাষায় মুক্তি পাবে ছবিটি

Coming up is the suspenseful "Thangalaan", the film will be released in 5 languages ​​across India

The Truth Of Bengal : প্রকাশিত হল সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর বহুল প্রতীক্ষিত “থাঙ্গালান”-এর ট্রেলার।  ট্রেলারের ঝলক দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিয়ান বিক্রম, পার্বতী এবং মালবিকা মোহানানকে। মুভিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দর্শকদের ভারতীয় সিনেমার প্রতি মননিবেশ করাতে আসছে “থাঙ্গালান”। ইতিমধ্যেই এর ট্রেলার উন্মোচন হয়ে গিয়েছে। মুভিটি পরিচালনা করেছেন পিএ রঞ্জিত। বুধবার সাংবাদিক সম্মেলনে ছবির নির্মাতারা জানান, মুভিটি মূলত কেএফজি- এর প্রকৃত ইতিহাস ধারন এবং বহন করবে। ২ শতাব্দীরও বেশি আগে আবিষ্কৃত কেজিএফ- এ ব্রিটিশরা তাদের নিজেদের সুবিধার জন্য এখানকার মানুষদের নির্দয়ভাবে শোষণ করেছিল। মুভিটি প্রযোজনা করেছেন কে জ্ঞানভেলরাজা।

“থাঙ্গালান” মুভিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। থ্রিলার ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার। এই ছবির পরিচালক পিএ রঞ্জিত “থাঙ্গালান” ছাড়াও ‘কাবালি’ এবং ‘কালা’-এর মতো চলচ্চিত্রের জন্য অতি পরিচিত একজন ব্যক্তি। ট্রেলারে মূল চরিত্রে অভিনীত চিয়ান বিক্রমের অভিনয় দর্শকদের বাকরুদ্ধ করবেই। সবকিছু ঠিকঠাক থাকলে “থাঙ্গালান” চলতি বছরের আগামী মাসের ১৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

Related Articles