বিনোদন

আর জি করের জেরে ভাটা পড়েছে বক্স অফিসে, চলল না ‘বাবলি’ ও পদাতিক

Box office has declined due to G tax, 'Babli' and Padatik did not run

Truth Of Bengal: আর জি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলা প্রায় তিন সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। আর এনিয়ে সারা রাজ্য তোলপাড় হয়েছে। চারিদিকে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। রাস্তায় নেমে বিচারের দাবিতেও অনেকে রাস্তায় নেমেছে। কিন্ত আশার আলোর দিশা খুঁজে পাচ্ছেন না আন্দোলনকারীরা। বরং ক্ষোভ বাড়ছে ক্রমশই।

এমতাবস্থায় সিনেমাহল ফাঁকা। হলমুখী হতে দর্শকদের প্রায় দেখাই যাচ্ছে না। এক কথায় বলা ভালো যে এই মুহূর্তে দর্শকেরা বাংলা ছবি বিমুখ। আরজি কর ইস্যুতে টলিউডের কিছু ব্যক্তির অবস্থান নিয়ে প্রশ্ন ওঠায় সমাজ মাধ্যমে ফের ‘ বয়কট টলিউড’ ট্রেন্ডের ছয়লাপ! এর সরাসরি প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া দুটি ছবির ব্যবসায়। ইতিমধ্যেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিটি স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবি মুক্তির পর খুব একটা হলমুখী হতে দেখা গেল না দর্শকদের।

‘বাবলি’  ছবিটির মাধ্যমে রাজ চক্রবর্তী বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাসকে বড়পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।বক্স অফিসে বাবলির প্রথম সপ্তাহের আয় মাত্র ১৮ লক্ষ টাকা। সে জায়গায় আরও পিছিয়ে পদাতিক। আর জি করের প্রভাব পড়ার কারণেই ‘বাবলি’  এবং পদাতিক ছবিতে বক্স অফিসে আয়ে ভাটা পড়েছে। আর জি কর নিয়ে চারিদিক উত্তাল। সকলেই বিচারের দাবিতে সরব হয়েছে। আর তাই দর্শকেরা হল বিমুখ। যারা সরাসরি প্রভাব পড়তে দেখা গেল ‘বাবলি’ ও পদাতিক দুই ছবিতেই।

Related Articles