
The Truth Of Bengal : শ্রীদেবী কন্য জাহ্নবী কাপুরের প্রেম কাহিনী এখন বলিউডের সবচেয়ে চর্চিত বিষয়। প্রায়শই নিজের প্রেমপর্ব নিয়ে খবরের শিরোনামে থাকেন কাপুর কন্যা। কেরিয়ারের শুরুতে ইশান খট্টরের সঙ্গে তাঁর প্রেমের কাহিনি বেশ জমে উঠেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। তারপর নায়িকার জীবনে আসে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। কিন্তু, দুজনকে মন্দির থেকে বিভিন্ন ফিল্মি পার্টিতে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।
কিন্তু, এবার সেই সম্পর্কে সিলমোহর দিলেন জাহ্নবীর বাবা বনি কাপুর। সম্প্রতি মিডিয়ার সামনে নিজের মেয়ে ও শিখরের প্রশংসায় পঞ্চমুখ হন বনি। এছাড়া তিনি বলেন যে জাহ্নবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার আগে থেকে তিনি নাকি শিখর ও তাঁর পরিবারকে চিনতেন। এইভাবেই প্রযোজক বনি কাপুর স্বীকার করে নিলেন হবু জামাই শিখরকে।