বিনোদন

ভিউজ এবং টাকা কামানোর জন্যই নির্যাতিতাকে নিয়ে ভিডিও, ট্রোলের কড়া জবাব দিলেন বং গাই

Bong Guy hits back at trolls who make videos about victims to get views and money

Truth Of Bengal: আরজি কর নিয়ে এখন চারিদিকে একটাই রব উঠতে দেখা গিয়েছে বিচার চাই। সাধারণ মানুষ বা তারকাদের দাবির সাথে সাথে এবার  ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও গলা মেলাতে দেখা গেলো। ইতিমধ্যেই ইনফ্লুয়েন্সাররা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ভিডিও বানিয়েছেন।

শুধু ইনফ্লুয়েন্সার নয়, বিচার চেয়ে ভিডিও বানানোর তালিকায় নাম রয়েছে বং গাই কিরণ দত্তেরও। কোনও দলের পক্ষপাতিত্বের ধার না ধেরে তিনি একটাই দাবি তুলেছেন নির্যাতিতার যেন বিচার হয়। ওই ঘটনার সাথে কারা কারা জড়িত  এবং সেই রাতে ঠিক কি ঘটেছিল? পুরো বিষয়টি যাতে সামনে আসে তার দাবিও জানান তিনি। এদিকে সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের বানানো ভিডিও নিয়ে অনেকেই ট্রোল করতে শুরু করে দিয়েছেন।

তাঁদের কথায়  ভিউজ এবং টাকা কামানোর জন্যই এধরনের ভিডিও বানিয়েছেন তিনি। অন্যদিকে তালিকা থেকে বাদ গেলেন না  কিরণও। তাঁকেও একই কথা শুনতে শোনা গেলো। তবে হাত গুটিয়ে চুপ করে বসে থাকার পাত্র তিনি নন। রীতিমতো ইনস্টাগ্রাম স্টোরিতে এর কড়া জবাবও দিতে দেখা গেলো তাঁকে। প্রতিবাদের ভাষায় তিনি লিখলেন, ‘কিছু মানুষের বক্তব্য ইউটিউবাররা ভিউজ আর টাকার জন্য ভিডিয়ো বানাচ্ছে। শুধু তাদের জানাতে চাই, আমার প্রত্যেকটা ভিডিয়োর (অভয়াকে নিয়ে তৈরি) মনিটাইজেশন অফ মানে এক টাকাও এই ভিডিয়ো থেকে আসে না।’

তাঁকে আরও লিখতে দেখা যায়, ‘এই এক মাসে এই সময়ে সব ব্র্যান্ডকেও না করে দিয়েছি। যাদের প্রোমোশনে রাজি হয়ে টাকা নিয়েছিলাম, তাও ফেরত দিয়ে দিয়েছি। এরপরও টাকার জন্য করছি শুনলে মনোবল হারিয়ে ফেলি।’ এর আগে নির্যাতিতার পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছিল কিরণ। ক্ষতিপূরণ ঘোষণার পরিপ্রেক্ষিতে ৩১ বছরের ডাক্তার মেয়েটির বাবার মন্তব্য তিনি পোস্টও করেছিলেন ফেসবুকে, ‘’টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবেনা, কোনো টাকা চাইনা বিচার চাই’ জানালেন বাবা (অভয়ার)।

‘টাকা দিয়ে সব মেরুদন্ড কেনা যায় না…’। নির্যাতিতার বাবার এই পোস্টের  কমেন্টে গিয়ে বং গাই সরাসরি লেখেন, ‘অপরাধীকে ধরে দিক। সঠিক বিচার হোক। আমি ১০ লাখ দিতে রাজি। টাকা, পাওয়ারটা ঠিক কাজে লাগান। অপরাধী খুজতে লাগান।’