বলিউডের ‘গ্রিক গড’-এর ‘ফাইটার’ এর টিজার, ভারতের ‘প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম’
Bollywood's 'Greek God' 'Fighter' teaser released

The Truth Of Bengal: অবশেষে মুক্তি পেল বলিউডের ‘গ্রিক গড’-এর ‘ফাইটার’ এর টিজার। বহু প্রতিক্ষার পর এবার বড় পর্দায় দেখা যাবে ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের জুটি।
উড়ছে বিমান, ফাটছে বোমা। ধুন্ধুমার অ্যাকশন। গল্পে টুইস্ট, সমুদ্রের ধারে শরীরে উষ্ণতা মেখে, হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার। ফের দৃশ্য়ে বদল। হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, মনে দেশপ্রেম নিয়ে হৃতিকের এন্ট্রি। ১ মিনিট ১৩ সেকেন্ডের ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’ ছবির ম্যাজিক। প্রথম ঝলকেই ‘ফাইটার’ বুঝিয়ে দিল, বক্স অফিস কাঁপাতে তৈরি হৃতিক, দীপিকা ও অনিল কাপুর!
মাঝ আকাশে লড়াইয়ের সাথে উড়ছে জাতীয় পতাকা। একেবারে শিহরণ জাগানো মুহূর্ত। ছবিতে বায়ুসেনার অফিসার হিসেবে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক, দীপিকাকে। পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসতে চলেছে এই ছবি। নতুন বছরের শুরুতে ২৬ শে জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।
Free Access