বিনোদন

ইন্দ্রনীলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বরখা

Barkha opens up about her divorce from Indranil

Truth Of Bengal: একসময় টলিউডের পাওয়ার কাপল ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। তাঁদের দাম্পত্য জীবনের রসায়ন নজর কেড়েছিল সকলের। কিন্তু সেসব এখন অতীত। ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ইন্দ্রনীল-বরখা। যদিও বিবাহ বিচ্ছেদেরও ২ বছরের বেশি পেরিয়েছে।

দুজন দুজনের মতো করেই এগিয়ে গিয়েছেন জীবনে। তবে এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বরখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। বরখা বলেন, “ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে” এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বরখা।

এখানেই থামেননি বরখা।  তিনি আরও দাবি করেছেন, “বিচ্ছেদের ঘটনা আমার শরীর-মনের উপর খুব খারাপ প্রভাব ফেলেছিল। সেই প্রভাব আমি আজও কাটাতে পারেনি। সেই সময় মানুষের উপর থেকে আমার সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গিয়েছিল। এমনকী ভালোবাসা, বিয়ে এসব কিছুর ওপর থেকেও আমার বিশ্বাস উঠে গিয়েছে। আমার মনে হয় একজন পুরুষের প্রতারণার ও বিশ্বাসঘাতকতাই একজন মহিলাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে।

আর আমি এই গোটা ঘটনার ভুক্তভোগী।” এর পাশাপাশি তিনি যোগ করেন, “ইন্দনীল নিজের কারণেই এই বিয়েটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যদি আমার হাতে সবটা থাকত তবে আমরা হয়তো এখনও স্বামী-স্ত্রী হিসাবে সুখে সংসার করতাম। আমাদের সুখের সংসার ছিল। কিন্তু শেষ চার বছর ধরে আমি অনবরত প্রতারিত হয়ে গিয়েছি। অনেককিছু বুঝতে পেরেছি।

হয়তো সেগুলো না বুঝলেই ভালো হত। প্রতারণাটাকে হয়তো ইন্দ্রনীল বিচ্ছেদের সহজ উপায় ভেবেছিল। নিজের পছন্দ মতো কাজ করেছে।” নিজের মন্তব্যের মধ্যে দিয়ে অভিনেত্রী স্পষ্ট করেন তাদের বিবাহ বিচ্ছেদের কারণ ইন্দ্রনীল। তবে ইন্দ্রনীল-বরখার সম্পর্কে চিড় ধরার জন্য অভিনেত্রী ইশা সাহার সঙ্গে ইন্দ্রনীলের সর্ম্পক বলেই অনেকেই মনে করেন। তবে তাদের ব্যক্তিগত জীবন যাই হোক এখন নিজেদের জীবনে ইন্দ্রনীল বরখা দুজনেই এগিয়ে গিয়েছেন।

Related Articles