শ্রেয়ার গলায় ‘বাগদেবীর’ বাস , আম্বানির ছেলের রিসেপশনে পারফরম্যান্স শ্রেয়ার

The Truth Of Bengal :১২ জুলাই সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ের আগে দু দফায় তাদের প্রাক বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। প্রথম প্রাক বিবাহের অনুষ্ঠানটি হয়েছিল গুজরাটের জামনগরে ও অপরটি অনুষ্ঠিত হয়েছিল ইউরোপে।
যদিও বিয়ের আগে মুম্বইয়ের বান্দ্রাতে তাদের বিবাহ ঘিরে নানা অনুষ্ঠান উদযাপন করা হয়েছিল। এছাড়াও, তাদের বিয়ে ঘিরে ছিল বহু তারকাদের সমাগম। ঠিক সেই রকমই বিয়ের দিনের পাশাপাশি রিসেপশনের দিনও শ্রেয়া ঘোষালকে পারফরম্যান্স করতে দেখা গেল। এদিন শ্রেয়া ঘোষাল গোল্ডেন অরেঞ্জ লেহেঙ্গা পরে পারফরমেন্স করলেন। গায়িকার টিমের তরফ থেকে শ্রেয়া ঘোষালের পারফরমেন্স করা কিছু ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট রিসেপশনে ‘ হায় চাকা চাক’, ‘চুপকে সে লাগ যা গালে’ , ‘কহেনা হি কেয়া’ এছাড়াও ‘বরসো রে’ মত গান গাইতে । অনন্ত-রাধিকার রিসেপশনে শ্রেয়া ঘোষালের গান স্বভাবতই মন জয় করেছে উপস্থিত সকলের।