‘পঞ্চায়েত ৪’-এর অপেক্ষায় দর্শকমহল, প্রকাশ্যে টিজার, চড়ছে উন্মাদনার পারদ
Audiences are eagerly awaiting 'Panchayat 4', teaser is out, excitement is rising

Truth Of Bengal: পর পর তিনটি সিজনে ব্যাপক সারা মেলার পর এবার চতুর্থ সিজনের অপেক্ষা। বিগত পাঁচ বছর ধরে দর্শকদের মনে জায়গা করে রয়েছে ‘পঞ্চায়েত’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিজনে ব্যাপক সাফল্যের পর এবার মুক্তি পাওয়ার অপেক্ষায় ‘পঞ্চায়েত সিজন ৪’। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটিকে এক অনবদ্য মেলবন্ধনই পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে।
আগেই ‘পঞ্চায়েত’ চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে। এবার এই সিজনের ফার্স্ট লুক টিজার প্রকাশ্যে এলো। টিজারটি মুক্তি পেয়েছে মুম্বইয়ে ওয়েভস সামিটে। সেখানে এবার ভোটমুখী ফুলেরাকে দেখতে পাওয়া যায়। সেখানে প্রার্থী হিসেবে জোর টক্কর চলতে দেখা যায়, প্রধানজি, ভূষণ, মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবীর মধ্যে। সেক্ষেত্রে ফুলেরার ভোটযুদ্ধে যে এবার একটা বড় লড়াই দর্শকমহলে দেখতে চলেছে সে কথা বলাই বাহুল্য।
২জুলাই মুক্তি পেতে চলেছে এই সিরিজটির চতুর্থ সিজন। তাই তার আগে এই সিজনের টিজার প্রকাশ্যে আসতেই প্রত্যাশার পারদ চড়ছে দর্শক মহলে। এই সিরিজটির বিশেষত্বই হলো, সমগ্র কাহিনীর মধ্যেও থাকা ছোট ছোট গল্প। তাতেই ফুটে ওঠে গ্রামের পরিবেশ সহ, গ্রামবাসীর মানসিকতা। আশা করা যাচ্ছে, এই সিজনেও সেই ছবির কোনও বদলই ঘটবে না। কমেডির সারল্যে আবদ্ধ রাজনৈতিক ইস্যু ভিত্তিক এই সিরিজের চতুর্থ সিজনেও এই সরোল্যই বজায় থাকবে কিনা, এখন তারই অপেক্ষায় রয়েছে সমগ্র পঞ্চায়েত প্রেমী।