বিনোদন

ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত অরিজিতের? কি করলেন গায়ক?

Arijit's big decision amid India-Pakistan tensions? What did the singer do?

Truth Of Bengal: অরিজিৎ সিং। বরাবরই প্রতিবাদী তিনি। গতবছরও আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিলেন তিনি। বেঁধেছিলেন প্রতিবাদী গান ‘আর কবে’। আর অরিজিতের এই প্রতিবাদী ভাষা আরও জোরদার করেছিল আন্দোলনকে।

কিছুদিন আগেই পহেলগাঁও জঙ্গিহামলায় ২৮ জন পর্যটকের নিঃশংস হত্যালীলার পর প্রতিবাদে গর্জে উঠেছিলেন অরিজিৎ সিং। বাতিল করেছিলেন চেন্নাইয়ের কনসার্ট। আবারও সেই একই পথে হাঁটলেন গায়ক। ভারত পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে আরও এক অনুষ্ঠান বাতিল করলেন গায়ক।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijitsingh)

আগামী ৯ মে আবু ধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির কারণেই সেই কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক। অরিজিতের সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবু ধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

গায়ক আরও লেখেন, “আপনাদের থেকে ক্রমাগত ভালবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে সুখস্মৃতি বোনার অপেক্ষায় আমরাও রয়েছি।” গায়কের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

Related Articles