বিনোদন

নায়িকা মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কিন্তু কেন?

Arijit Singh apologized to actress Mahira Khan

The Truth of Bengal: সম্প্রতি দুবাইয়ে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্থানের নায়িকা মাহিরা খান। সেই কনসার্ট এর দর্শক হিসাবে উপস্থিত ছিলেন মাহিরা, সেখানে বসেই অরিজিতের  গান উপভোগ করছিলেন। বেশ কিছুক্ষণ বাদে গায়ক লক্ষ্য করলেও প্রথমটায় তাঁকে দেখে চিনতে পারেননি। আর যখন দর্শকদের ভিড়ে মাহিরা খানের উপস্থিতি তাঁর নজরে আসে, তখন পরিচয়ও করালেন অভিনবভাবেই।

হঠাৎই গান থামিয়ে দেয় অরিজিৎ এবং বলতে  শোনা যায়, “আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আমি কি বলব? আচ্ছা আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম। আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময়ে মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।

” কালো পোশাকে দর্শক হয়ে বসেছিলেন নায়িকা মাহিরা। যখন অরিজিৎ সিং তাকে নিয়ে বলতে শুরু করেন কথা শুনে খানিক লজ্জাই পেয়ে যান। ধরা পরে বিগ স্ক্রিনে সেই ছবি। এবং সকলের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায় তাঁকে। সেই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। অরিজিৎ সিংয়ের এই আচরণে মুগ্ধ পাকিস্তানের দর্শকরা।

Related Articles