বিনোদন

বাবা-মা হচ্ছেন আরবাজ-সুরা, ভিডিওতে স্পষ্ট সুরার বেবিবাম্প

Arbaaz and Sura are becoming parents, Sura's baby bump is clear in the video

Truth Of Bengal: খান পরিবারে খুশির জোয়ার। ঘরে আসছে নতুন সদস্য। বাবা-মা হতে চলেছেন আরবাজ খান ও সুরা! বিগত কিছু সময় ধরে বলিউডে ঘুরপাক খাচ্ছিল এই গুঞ্জন। তবে এবার আর গুঞ্জন না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভিডিওতেই স্পষ্ট হয়েছে সুরার বেবিবাম্প।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওভার সাইজড ডেনিম টপ ও স্কার্ট পরেছেন ৩৫ বছরের সুরা। ছিপছিপে সুরার ওজন বেড়েছে অনেকটাই। টপের তলা দিয়ে, বেবিবাম্পও স্পষ্ট। অর্থাৎ আর গুঞ্জনের কোনো অবকাশ নেই। বাবা মা হতে চলেছেন আরবাজ খান ও সুরা। সম্প্রতি সুরার এই ভিডিও সামনে আসার পর থেকেই হবু বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুরা আরবাজের দ্বিতীয় স্ত্রী। অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর প্রথম স্ত্রী। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ইতি টেনে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। আরবাজ ও  মালাইকার এক ছেলেও রয়েছে। এবার দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় বার বাবা হচ্ছেন আরবাজ। তবে এখনো দম্পতির তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় যে দিন গুনছে আরবাজ সুরা সহ গোটা খান পরিবার সেটা স্পষ্ট।

Related Articles