বিনোদন

লাপাতা লেডিসের পর অস্কারে আরও একটি হিন্দি ছবি, জানুন কোনটি

Another Hindi film at the Oscars after Lapata Ladies, know which one

Truth Of Bengal: লাপাতা লেডিসের পর অস্কারের দৌড়ে আরও এক ভারতীয় হিন্দি সিনেমা। তবে এখানে রয়েছে একটা দারুণ ট্যুইস্টও। এই ছবি তৈরি হয়েছে সুদূর ব্রিটেনে। তাই আমেরিকান সংস্থা BAFTA-র তরফ থেকে অস্কারের দৌড়ে পাঠানোর জন্য বাছাই করা হয়েছে ‘সন্তোষ’ নামক এই ছবিটিকে। ছবির পরিচালক ভারতীয় কন্যা সন্ধ্যা সুরী।

ইতিমধ্যেই পরিচালক কিরণ রাও-এর পরিচালনায় লাপাতা লেডিস অস্কারে এন্ট্রি পেয়েছে। বিশ্ব সিনেমা জগতের সর্বাধিক পুরস্কার বলা যায় এই অস্কারকে। তথাকথিত তারকা খচিত ছবি না হয়েও সেই পুরস্কারের দৌড়ে কিরণ রাও-এর এই সিনেমা এন্ট্রি পাওয়ায় উচ্ছ্বসিত সিনেপ্রমীরা। তবে এই খবর প্রকাশ্যে আসতেই প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছে নির্মাতারা। তবে এই দৌড়ে যোগ হল আরও একটি হিন্দি সিনেমার নাম, ‘সন্তোষ’। ভারতীয় কন্যা সন্ধ্যা সুরীর পরিচালনায় সিনেমাটি ব্রিটেনে তৈরি করা হয়েছে। এটি মূলত একটি থ্রিলারধর্মী ফিচার ফিল্ম, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বঙ্গ তনয়া শাবানা গোস্বামী। পাশাপাশি ছবিতে রয়েছেন সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি-র মতো অভিনেত্রীরা।

সন্তোষ ছবিটির গল্প মূলত উত্তর ভারতের একটি গ্রামকে কেন্দ্র করেই। সেই গ্রামেরই বাসিন্দা সন্তোষ তাঁর স্বামীর মৃত্যুর পর প্রয়াত স্বামীর পুলিশ কনস্টেবলের পদের চাকরি পায়। চাকরিতে যোগ দেওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তের সঙ্গে জড়িয়ে পড়ে সন্তোষ। তদন্তে কী উঠে আসে এবং কীভাবে সে তদন্তের কিনারা করে তা নিয়েই গল্প এগোতে থাকে। ছবিটি আমেরিকাতেও বেশ জনপ্রিয়তা লাভ করে। সেখানকার সমালোচকরা বেশ পছন্দ করেন এই ছবিটি। এই সিনেমাটির প্রযোজনার দায়িত্বে ছিলেন মাইক গুডরিজ, জেমস বাশার, বালখাজার ডি গানে এবং অ্যালান ম্যাক অ্যালেক্স। পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজক হলেন আমা আমপাদু, ইভা ইয়েটস, ডিয়ারমিড স্ক্রিমস, লুসিয়া হাসলাউয়ার এবং মার্টিন গেরহার্ড।

Related Articles