মুক্তি দিন পিছল মির্জার, হঠাত্ কেন এমন সিদ্ধান্ত প্রযোজক অঙ্কুশের?
Ankush's first film Mirza is going to release next Eid

The Truth of Bengal: অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা হতে হাজির ‘মির্জা’, থুড়ি অঙ্কুশ। আগামি ইদে মুক্তি পেতে চলেছে অঙ্কুশের নিজস্ব প্রোডাক্টশনের প্রথম ছবি মির্জা। সেইমত ১০ এপ্রিল ছবি রিলিজের কথা ছিল। কিন্তু হঠাত্ই, মুক্তির দিন একদিন পিছিয়ে গেল মির্জার। কেন এমন সিদ্ধান্ত নিলেন ছবির প্রযোজক অঙ্কুশ। চলুন, তাই এবার জেনে নিই।
অঙ্কুশ হাজরার প্রথম ছবি ‘মির্জা’ আপাতত টক অফ দ্য টাউন! নিউটাউন থেকে বর্ধমান ছবির জোরকদমে প্রচার চলছে রাজ্যের বিভিন্নপ্রান্তে। পাশাপাশি সোশ্যাল দুনিয়ায় প্রশংসিত ছবির ট্রেলার। উত্তেজনায় ফুটতে যখন শুরু করেছে নায়ক-প্রযোজক অঙ্কুশের ফ্যানমহল তখনই বড় ঘোষণা সামনে এল। ছবিমুক্তির তারিখ ১দিন পিছিয়ে দিলেন অঙ্কুশ। ফলে অঙ্কুশের মোস্ট অ্যাওয়েটেড মির্জা মুক্তি পাবে ১০ এপ্রিলের পরিবর্তে ১১ এপ্রিল।
১০ এপ্রিল মুক্তি পাচ্ছে দুটো বিগবাজেটের বলিউডি ছবি ‘ময়দান’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। একই দিনে মুক্তি মানে বলিউডের সঙ্গে সরাসরি টক্কর। প্রথম ছবিতেই এতটা ঝুঁকি নিতে চাইছেন না টলিউডের নতুন প্রযোজক। ছবি মুক্তির তারিখ বদলানোয় এমনটাই মনে করছে কলকাতার চলচ্চিত্র সমালোচকরা। যদিও অঙ্কুশ একথা মানতে নারাজ। তাঁর মতে আগে থেকেই বলা হয়েছিল ইদে মুক্তি পাবে মির্জা। এবার প্রকৃত ইদ ১১ এপ্রিল। ফলে ইদের তারিখের কারণে ছবির মুক্তি পেছলো।’’ যদিও নিন্দুকেরা বলছে, একই দিনে দুটো হিন্দি ছবি মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ পেতে বেশ বেগ পেতে হয়েছে নতুন প্রযোজককে। যদিও আইনক্স তাঁকে ১৩০টি প্রেক্ষাগৃহের তালিকা দিয়েছে। যা প্রথম প্রযোজনার পক্ষে খুবই ভাল। তবু সাবধানের মার নেই বলেই কি এক পা পিছিয়ে গেলেন তিনি? এই উত্তর জানা যায়নি।
এদিকে ‘মির্জা’র পরিবেশকের কথায়, ‘‘একটা সময় বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলে বাংলা ছবি প্রেক্ষাগৃহ পেত না। আমরা সেটা বন্ধ করেছি। আমাদের দাবি, সমানসংখ্যক প্রেক্ষাগৃহ বাংলা ছবিকেও দিতে হবে। সেই অনুযায়ী, প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ১৩০-১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’’ কিন্তু ১০ তারিখ অজয়ের ময়দান এবং অক্ষয়কুমারের বড়ে মিঞা ও ছোটে মিঞা মুক্তি কারণে এতগুলো হল পাওয়া সম্ভব নয় বাংলা ছবি মির্জার। সেই জন্য হল পেতে একদিন ছবির রিলিজ একদিন পিছতে বাধ্য হলেন তাঁরা। টিম মির্জা মুখে যাই বলুক, বলিউডের সঙ্গে টক্করে না গিয়ে সেফ খেলতেই যে চাইছেন টলিউডের নব্য প্রযোজক অঙ্কুশ তা মির্জার মুক্তি দিয়েই বুঝিয়ে দিলেন তিনি।