অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান বিদেশীদের মুগ্ধ করল!
Anant Ambani-Radhika Merchant's pre-wedding ceremony impressed foreigners!

The Truth Of Bengal : বরাবরই ভারতীয় পরম্পরা রক্ষা করে পারিবারিক অনুষ্ঠান করে আম্বানি পরিবার। এবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান যেন ভারতীয় সংস্কৃতির এক ঝলক তুলে ধরল। এইদিনের সম্পূর্ণ অনুষ্ঠানকে নাচে-গানে ভরপুর করে দেওয়া হয়। শুধু তাই নয় ভারতীয় সংস্কৃতি যে ঐতিহ্য বহন করে সেটা খুব সুন্দর করে তুলে ধরে আম্বানি পরিবার। সেই অনুষ্ঠান মন্ত্রমুগ্ধের মতো তারিয়ে তারিয়ে উপভোগ করেন বিদেশী অভ্যাগতরাও। এই অনুষ্ঠানকে আর অনেক বেশি আকর্ষণীয় করে তোলেন পাত্রের মা অর্থাৎ নীতা আম্বানি।
When the Ambanis embrace Indian culture with pride, it matters because many people will get inspired by this.
Most importantly there are hundreds of foreign guests present here… Truly incredible!!!
#AnantRadhikaHastakshar pic.twitter.com/ypYqczoaka
— Mr Sinha (Modi’s family) (@MrSinha_) March 3, 2024
তাঁর অসাধারন নৃত্যশৈলী রীতিমত অবাক করেছে উপস্থিত সকলকে। বিবাহের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে নানা আচার-অনুষ্ঠান ঘরোয়া আবহকে আনন্দে ভরিয়ে তোলে। বেশ কিছু বিদেশি অতিথিরা এই অন্য ধরণের অনুষ্ঠানের অংশীদার হতে পেরে বেশ আপ্লুতও বলে জানিয়েছেন। অনেকেই এই মনোজ্ঞ অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে বেশ খুশি বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। পশ্চিমী সংস্কৃতি যখন ভারতীয় বিয়েতেও ছায়া ফেলছে তখন সম্পূর্ণ ভারতীয় সাংস্কৃতিক পরম্পরা বজায় রেখে অতিথি-অভ্যাগতদের বিনোদনের এই আয়োজন সত্যিই অনবদ্য।
FREE ACCESS