রাহুল গান্ধীর কটাক্ষের পাল্টা জবাব অমিতাভ বচ্চনের
Amitabh Bachchan's response to Rahul Gandhi's sarcasm

The Truth Of Bengal: কয়েকদিন আগে নির্বাচনের প্রচারের সময় বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। রাহুলের বলা কথাকে ‘জঘন্য’ বলে মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। এবার অমিতাভ বচ্চন পরোক্ষভাবে জবাব দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “নিজেকে নিয়ে কাজ করার সম. .. শরীরের গতিশীলতা … মনের নমনীয়তা … অন্য সব অপেক্ষা করতে পারে।”
T 4929 – time for work out .. mobility of the body .. flexibility of the mind .. all else can wait ..
— Amitabh Bachchan (@SrBachchan) February 21, 2024
প্রসঙ্গত, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনদের আমন্ত্রণ করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “আপনারা কি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন? সেখানে আপনি কি কোনও তপশিলী, উপজাতি কিংবা ওবিসি মানুষজনের মুখ দেখেছেন? সেখানে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন (ঐশ্বরিয়া রাই) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তবে সত্যিই দেশ চালান আদপে তাঁদের কাউকে সেই অনুষ্ঠানে দেখা যায়নি।”
এদিকে, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ঐশ্বর্য রাই ছিলেন না। ফলত ‘পাপ্পু’ বলে ফের কটাক্ষও করা হয় তাকে। ফের একটা সমাবেশে রাহুল বলেন, “ঐশ্বরিয়া ‘নাচবেন’ এবং অমিতাভ অনুষ্ঠানে ‘বাল্লে বালে’ করবেন।” রাহুলী গান্ধীর এরুপ মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেরই পছন্দ হয়নি।
ওড়িশার নামী গায়িকা সোনা মহাপাত্র, যাঁকে প্রায় সমাজ, মহিলা, লিঙ্গবৈষম্য, রাজনীতির পাশাপাশি বিনোদন জগত সহ নানান বিষয়ে মতামত তুলে ধরতে দেখা যায়। বুধবার টুইটারে সেই সোনা মহাপাত্র লেখেন, “রাজনীতিবিদরা নিজেদের বক্তৃতায় মহিলাদের অবমাননা করেন, এতে কি তাঁরা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চাইছেন? প্রিয় রাহুল গান্ধী, নিশ্চয়ই কেউ অতীতে একইভাবে আপনার নিজের মা (সোনিয়া গান্ধী), বোনকে (প্রিয়াঙ্কা গান্ধী) অবজ্ঞা করেছেন। তাছাড়া ঐশ্বরিয়া রাই কিন্তু খুব সুন্দর নাচেন।”
FREE ACCESS