বিনোদন

পহেলগাঁও কাণ্ডের মাঝেই ভারতে বয়কট বানীর ‘আবির গুলাল’, ট্রোলের শিকার হতেই মুখ খুললেন অভিনেত্রী

Amidst the Pahelgaon incident, 'Abir Gulal' calls for boycott in India, actress opens up after being trolled

Truth of Bengal: রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের।

পহেলগাঁও-এ ঘুরতে আসা পর্যটকদের ধর্ম নিশ্চিত করে তারপর তাদের হত্যা করে জঙ্গিগোষ্ঠী। ইতিমধ্যেই ভারত সরকার কড়া অবস্থান গ্রহণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা চাইছে গোটা দেশবাসী। সরব হয়েছেন বহু বলিউড তারকারা। তবে পহেলগাঁও কান্ডে মুখ খোলেননি বলিউড অভিনেত্রী বানী কাপুর। আর তার যেতেই ট্রোলের শিকার হয়েছেন বানী। তবে ট্রোলের কারণ তাঁর ছবি ‘আবির গুলাল’।

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে ‘আবির গুলাল’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ৯ মে সেই ছবি মুক্তি পাওয়ার কথাও ছিল। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ দেশে আটকে দিয়েছে ছবির মুক্তি। যার একমাত্র কারণ, ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান এবং তিনি একজন পাকিস্তানি শিল্পী। আর সেই কারণেই

আর এই পরিস্থিতির মধ্যেই ভারতে পহেলগাঁও কাণ্ড নিয়ে বানী কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় ট্রোলের শিকার হন অভিনেত্রী। তবে এবার সমস্ত নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বাণী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘বাকরুদ্ধ হয়ে গিয়েছি। পহেলগামে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড দেখে প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। বিধ্বস্ত লাগছে। স্বজন হারানো পরিবারের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা রইল।’