বিনোদন

নাম বদলাচ্ছেন আল্লু অর্জুন, কিন্তু কেন?

Allu Arjun is changing his name, but why?

Truth Of Bengal: আল্লু অর্জুন। দক্ষিণের এই সুপারস্টারের জনপ্রিয়তা এখন গোটা বিশ্ব জুড়ে। ‘পুষ্পা’ ছবির দৌলতে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। গত বছরেই তাঁর ‘পুষ্পা ২: দ্য রুল’ বিশ্বব্যাপি ১৯০০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে ছবির এত সাফল্যের মাঝেও বড় বিপাকেও পড়তে হয়েছিল অভিনেতাকে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এই ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে অল্লুর বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর অল্লুকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পর অন্তর্বতী জামিনে মুক্ত হন অভিনেতা। সবমিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছিল কঠিন। তবে সবটা সামলেছেন আল্লু অর্জুন। আর এবার বড় সিদ্বান্ত নিলেন অভিনেতা। নিজের নাম বদল করতে চলেছেন এই দক্ষিণী সুপারস্টার।

তবে কি কারণে নাম পরিবর্তনের সিদ্ধান্ত? কি নাম রাখতে চলেছেন? সূত্রের খবর, খুব শীঘ্রই তাঁর অল্লু নামে যুক্ত হতে পারে আরও একটি ‘ইউ’ কিংবা অর্জুনের সঙ্গে যুক্ত হতে পারে একটি বাড়তি ‘এন’। শোনা যাচ্ছে, নিজের কর্মজীবনে শ্রীবৃদ্ধি করতেই এমন পদক্ষেপ অভিনেতার।

তবে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি অভিনেতার তরফে। আল্লু অর্জুনই শুধু নন অভিনয় জগতের বহু অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নাম বদল করেই থাকেন। এবার সেই পথেই হাঁটতে চলেছেন পুষ্পারাজ। এখন দেখার কবে পাকাপাকি ভাবে নিজের নাম বদল করেন অভিনেতা।

Related Articles