কান’-এর লাল গালিচায় হাটবেন আলিয়া, রওনা দিলেন ফ্রান্সের উদ্দেশ্যে
Alia Bhatt to walk the red carpet at Cannes, leaves for France

Truth Of Bengal: আলিয়া ভাট। তিনি এখন গ্লোবাল স্টার। হলিউড থেকে বলিউড সর্বত্রই তাঁর উপস্থিতি নজরকাড়া। মেট গালার পর এবার কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ডেবিউ করা এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্তে বদল এনেছেন তিনি। রণবীর ঘরণী প্রস্তুত ‘কান ‘ ডেবিউর জন্যে। কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুম্বই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছেন আলিয়া।
শুক্রবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। জানা যায়, কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
এদিন এয়ারপোর্টে আলিয়াকে দেখা গিয়েছিল একেবারে সাদামাটা পোশাকে। সাদা টপের ওপরে বেইজ রঙের কোট, সঙ্গে নীল ডেনিম জিন্স, চোখে সানগ্লাস। ২৪ মে আলিয়াকে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে। কান উৎসবে আলিয়ার ডেবিউ দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।উল্লেখ্য, ফ্যাশনের শহর ফ্রান্স এ অনুষ্ঠিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব ২০২৫। ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে। এখন শুধু অপেক্ষা আলিয়াকে কানের লাল গালিচায় দেখার।