বিনোদন

প্রেম করছেন অক্ষয় পুত্র আরভ! ইদ পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি দুজনে

Akshay's son Aarav is in love! The two were caught on camera together at an Eid party

Truth Of Bengal: বলিউড তারকাদের প্রেম মানে টক অফ দা টাউন। তারা কখন কি করছেন? কি খাচ্ছেন? কি পড়ছেন? কোথায় যাচ্ছেন? এসব নিয়ে উৎসাহের শেষ নেই নেটিজেনদের মনে। আর সেটা যদি হয় বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের পুত্র তাহলে তো কৌতহল বেড়ে যায় আরও কয়েক গুণ।

বলিউডে গুঞ্জন প্রেম করছেন অক্ষয় পুত্র আরভ কুমার। সম্প্রতি হুমা কুরেশির ইদ পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি আরভ আর তাঁর সঙ্গিনী। পার্টিতে পুরো সময় এক সঙ্গে কাটাতে দেখা যায় দু’জনকে। এখানেই শেষ নয়, ওই সুন্দরী আরভের সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসেন!

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

ইদ পার্টিতে আরভকে দেখা গিয়েছিল কালো রঙের পাঞ্জাবিতে। তাঁর সঙ্গিনীকে দেখা গেল লাল সালোয়ার-কামিজে। এদিন ইদের উপহার নিয়ে উভয়ে গাড়ি থেকে নামেন। মেয়েটি আগে আগে, তাঁকে অনুসরণ করে পার্টিতে পা রাখেন আরভ। ক্যামেরার সামনে হাসি মুখেই দেখা যায় অক্ষয় পুত্রকে। তবে সব টাই এখনো গুঞ্জন। আদেও অক্ষয় পুত্র প্রেম করছেন কিনা তা স্পষ্ট নয়। এমনকি আরভের সঙ্গে ওই সুন্দরী কে সেটাও জানা যায়নি।

Related Articles