অজয়ের পরিচালনায় পর্দায় অক্ষয়
Ajay Devgn and Akshay Kumar together again on the big screen

Truth Of Bengal: আবার বড় পর্দায় একসঙ্গে অজয় দেবগন ও অক্ষয় কুমার। সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। তবে তাদের যুগলবন্দীতে এবার রয়েছে চমক। এবার অজয় দেবগণের পরিচালনায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। এই প্রথমবার অজয় দেবগনের পরিচালনায় অভিনয় করতে চলেছেন অক্ষয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় দেবগন ঘোষণা করেন এই খবর। তিনি বলেন, “আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। যেখানে পরিচালক আমি এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়।” তবে অজয় দেবগনের পরিচালনায় অক্ষয় কি ধরনের ছবিতে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, এটাই প্রথম নয় এর আগেও বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন অজয় দেবগন। ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’, ‘ভোলা’ চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগণ। যা বক্স অফিসে ব্যাপক সারা ও ফেলেছিল। সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। ইতিমধ্যেই মাল্টিস্টারার এই বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছেন। এখন দেখায় অজয় দেবগনের পরিচালনায় অক্ষয় কুমার অভিনয় কি উপহার দেয় দর্শকদের।