বিনোদন

‘কান’-এর রেড কার্পেটে ঐশ্বর্যর পোশাকে গীতার শ্লোক, মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব

Aishwarya Rai Bachchan's attire on the red carpet of 'Kaan' mesmerizes the whole world with verses from the Gita

Truth Of Bengal: ফ্যাশনের শহর ফ্রান্স। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব ২০২৫। ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে। ইতিমধ্যেই চলতি বছরের কানের লাল গালিচায় হেঁটে তাক লাগিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

তাঁর সাদা শাড়িতে সিঁথি ভর্তি সিঁদুর নজর করেছে সকলের। আর এবার সামনে এল কানে ঐশ্বর্যর দ্বিতীয় লুক। আর তাতেও রয়েছে চমক। ঐশ্বর্যর পোশাকে লেখা গীতার শ্লোক- ‘ফলের আশা না করে কর্ম করে যাও…।’ স্বাভাবিক ভাবেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই চমকে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

রাই সুন্দরীর কানের দ্বিতীয় লুক প্রশংসিত বিশ্বমঞ্চে। এদিন ঐশ্বর্য পড়েছিলেন গৌরব গুপ্তার ডিজাইন করা পোশাক। এদিন ঐশ্বর্যর পরনে ছিল কালো গাউন। তার সঙ্গে ধূসর রঙের বেনারসি কাপড়ের চাদর। আর তাতেই লেখা গীতার শ্লোক। সেই খাঁটি বেনারসি ম্যাটেরিয়ালের চাদরে লেখা গীতার শ্লোক- ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।’ অর্থাৎ “কর্মের উপরই তোমার অধিকার, ফলে নয়। কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না।” সবমিলিয়ে ঐশ্বর্যর প্রথম লুক ও বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছিল আর প্রাক্তন বিশ্ব সুন্দরীর দ্বিতীয় লুকে মন্ত্র মুগ্ধ গোটা বিশ্ব।

Related Articles