ইয়ামি ও অনুষ্কার পর এবার দীপিকা, আসছে নতুন সদস্য
After Yami and Anushka, now Deepika, the new member is coming

The Truth Of Bengal: ইয়ামি ও অনুষ্কা শর্মার দ্বিতীয়বার মা হওয়ার খবরের মাঝেই বলিউডে এল আরও এক খুশির খবর। এবার পালা রণবীর-দীপিকার। প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। মা হতে চলেছেন দীপিকা। কানাঘুষো শোনা যাচ্ছে চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী।
বছর ছয়েক প্রেমের পর অবশেষে ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালিতে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন ও অভিনেতা রণবীর সিং। দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে মিলল খুশির খবর। হ্যাঁ, মা হতে চলেছেন দীপিকা।
View this post on Instagram
সম্প্রতি, ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন দীপিকা। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আইভরি রঙের চুমকি শাড়িতে সকলেরই মন কেড়েছিলেন অভিনেত্রী। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়ানো দীপিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এত কিছুর মধ্যেই ফের দীপিকার মা হওয়া নিয়ে চর্চা একেবারেই তুঙ্গে।
FREE ACCESS