বিনোদনমসনদের লড়াই

জয়ের পর প্রথম মনে পড়ল মায়ের কথা, মায়ের ছবি আঁকড়ে সায়নীর জয় উদযাপন

After the win, the first thing I remembered was my mother, celebrating Saini's victory by drawing her mother's picture

The Truth Of Bengal : ২০২৪ সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। এখন শুধুমাত্র দিল্লি যাওয়ার অপেক্ষা। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রায় আড়াই লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হলেন এই তারকা প্রার্থী। জয়ের পর মঙ্গলবার রাতে সায়নী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। জানিয়ে অবশ্য তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত মায়ের ছবি আঁকড়ে, অভিনেত্রী নিজের জয় উদযাপন করছেন।

এদিকে অভিনেত্রীর বাবার হাতে রয়েছে ভোট জয়ের সংসার পত্র। এদিন সাদা নীল শাড়ি পড়েছিলেন সায়নী। ছবিটি পোস্ট করে সায়নী ক্যাপশনে লিখেছেন, ” মা মাটি মানুষের ভালোবাসা। যাদবপুর লোকসভার কাছে ঋণী। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে গিয়েছেন, তাতে আমি ধন্য। জয় বাংলা।” আর এই ছবি দেখে রীতিমতো শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের কেউ লিখেছেন, ” আশা করছি আপনি যাদবপুরের মানুষের সুবিধে অসুবিধে লোকসভায় তুলে ধরবেন”।

 

View this post on Instagram

 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তার প্রাপ্ত ভোট ছিল ৪ লাখ ৫৯ হাজার ৬ ৯৮। তৃতীয় স্থানে ছিল বাম নেতা সৃজন ভট্টাচার্য। অপরদিকে দেব থেকে রচনা জুন মালিয়া থেকে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রায় সমস্ত তারকা প্রার্থী হেসেছে জয়ের হাসি।

Related Articles