পাঠান ছবির সাফল্যের পর অভিনেতা জন কে দামী উপহার শাহরুখের, কি সেই উপহার জানেন?
After the success of the film Pathan, actor Shahrukh gave gift to John, do you know what that gift is?

Truth Of Bengal: গত বছর পাঠান ছবির মাধ্যমে বক্স অফিসে কামব্যাক করেছিল বলিউড বাদশা শাহরুখ। এক কথায় ঝড় তুলেছিল বক্স অফিসে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার পাঠান ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল জন আব্রহাম । ছবিতে শাহরুখ ও জন এর পাশাপাশি দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকে। একটি ক্যামিও চরিত্রে সলমন খানকে দেখা গিয়েছিল ।
একটি টিভি চ্যাট শো আপকা আপনা জাকির-এ শাহরুখের প্রসংশায় পঞ্চমুখ জনের। তিনি জানিয়েছেন গত বছর তাদের পাঠান ছবির দুর্দান্তের সাফল্যের শাহরুখ একটি বাইক উপহার দিয়েছিলেন। জন আরও বলেন , ‘আমার শেষ ছবি পাঠান ওঁর সঙ্গেই ছিল। আমার মনে আছে, ছবিটি মুক্তির পর একটি সাকসেস পার্টি হয়েছিল, এবং শাহরুখ বলেছিলেন, ‘চলো জন, চলো পার্টি করি! আমাদের ছবি চলছে। ভালো ওপেনিং পেয়েছি। আমি ওকে বলি, না আমি ঘুমবো।
শাহরুখ শুনে বলেন, ‘কী, তোমাকে ঘুমাতে হবে?’ , আমি বলি, ‘হ্যাঁ আমাকে ঘুমাতে হবে।’ তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কী চাও? আমি বললাম, আমাকে একটা মোটরসাইকেল উপহার দাও। তাই তিনি আমাকে একটি উপহার দিয়েছেন। আমি খুশি মনে বাড়ি গিয়েছিলাম।’ এর আগে জন ‘দ্য রণবীর শো’ গিয়ে শাহরুখ প্রসঙ্গে বলেন ‘যখন আমার কেরিয়ার শুরু হয়, তখন শাহরুখ আমার বিচারক ছিলেন (মডেলিং প্রতিযোগিতায়), আর এখন পাঠানের সময় আমি তার সঙ্গে কাজ করছিলাম। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তিনি একজন অত্যন্ত স্মার্ট, বুদ্ধিমান মানুষ কিন্তু খুব যত্নশীল। আমরা সত্যিই একসঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি!’
উল্লেখ্য, গত সপ্তাহে মুক্তি পেয়েছিল জন অভিনীত ছবি বেদ । এই ছবির পরিচালনা করেন নিখিল আদবানি। অন্য শাহরুখ তার আগামী ছবি কিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবির পরিচালনা করবেন সুজয় ঘোষ। এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে তার মেয়ে সুহানা খান । কিং ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।