বিনোদন

‘খাকি’র পর আরও এক হিন্দি ছবিতে জিৎ! গুঞ্জন টলিপাড়ায়

After 'Khaki', another Hindi film wins! Rumors are circulating in Tolipara

Truth Of Bengal: জিৎ। টলিউডের সফল অভিনেতাদের মধ্যে একজন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া জিতের হিন্দি ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ তাঁর ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করেছে। ‘খাকি’র সাফল্যে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা। আর সিরিজের সাফল্যের পর থেকেই নাকি নায়কের কাছে এসেছে মুম্বইয়ে অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ।

সূত্রের খবর, একটি হিন্দি ছবির কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে জিতের। তবে মুখ্য চরিত্রে নাকি তাঁকে দেখা যাবে না। দ্বিতীয় মুখ্য চরিত্র অর্থাৎ সেকেন্ড লিডের জন্য তাঁকে বলা হয়েছে। যদিও নায়ক নাকি এখনও কোনও সিদ্ধান্ত নেননি এই বিষয়ে। এমনকি এখনও পর্যন্ত নায়কের টিমের তরফ থেকে কোনও কিছু জানানো হয়নি।

বিগত কিছু সময় ধরে মুম্বই-কলকাতা যাতায়াত বেড়েছে জিতের। আর তাতেই জিতের হিন্দি ছবিতে অভিনয় নিয়েও চর্চা চলছে জোরদার। তবে জিৎ তো একা নন বিগত কয়েক বছর ধরে একের পর এক টলিউড অভিনেতা অভিনেত্রীরা চুটিয়ে কাজ করে চলেছেন বলিউডে।

তালিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ রয়েছেন অনেকেই। আর এই হিন্দি সফরে ‘খাকি’ সিরিজ দিয়ে ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন টলিউড সুপারস্টার। এখন দেখার গুঞ্জন সত্যি করে নতুন কোন হিন্দি ছবিতে দেখা যায় জিৎ কে। তবে জিতের হাতে রয়েছে আরও একটি কাজ। আগামীতে রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ ছবিতে নতুন অবতারে দেখা যাবে জিতকে। সবমিলিয়ে হিন্দি হোক বাংলা কাজ নিয়ে বেজায় ব্যস্ত টলিউড সুপারস্টার।

Related Articles