হলিউডের পর বলিউডেও সিটাডেল হানি প্রকাশ্যে স্পাই অ্যাকশন থ্রিলার ‘সিটাডেল হানি বানি’-র টিজার
After Hollywood, Citadel Honey released the teaser of spy action thriller 'Citadel Honey Bunny' in Bollywood.

The Truth Of Bengal: ফ্যামিলি ম্যান ও ফার্জির পর এবার ‘সিটাডেল হানি বানি’। আবারও এক নতুন দুর্ধর্ষ অ্যাকশন সিরিজ নিয়ে আসছে রাজ ও ডিকে জুটি। প্রকাশ্যে এল সিরিজের প্রথম ঝলক। এই সিরিজে প্রথমবারের জন্য জুটি বাঁধছেন বরুণ-সামান্থা। প্রথম ঝলকে বরুণ-সামান্থা দুজনকেই মারকাটারি অ্যাকশন মোডে দেখা গেছে। নজর কেড়েছে বরুণ- সামান্থার লুকও।এক বছর আগেই হলিউডে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল।
এবার এই রুশো ব্রাদার্স পরিচালিত সিটাডেলের দেশীয় সংস্করণ বলিউডে মুক্তি পেতে চলেছে সিটাডেল হানিবানি। সিরিজের প্রথম ঝলক দেখে অনেকে জানিয়েছেন, এই সিটাডেল নাকি হলিউডের সিটাডেল থেকে বেটার হবে। প্রথম ঝলকে কোনও সংলাপ শোনা না গেলেও, পুরোনো হিট সং ‘রাত বাকি’-র সঙ্গে ধুন্ধুমার অ্যাকশন মোডে দেখা গেছে সামান্থা ও বরুণকে। সিরিজে স্পাই এজেন্টের ভূমিকায় দেখা যাবে বরুণ-সামান্থাকে।রুশো ব্রাদার্স পরিচালিত সিটাডেল গত বছর এপ্রিল মাসে প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল। রিচার্ড ম্যাডেন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে স্পাই সংস্থা সিটাডেলে, ম্যাসন কেন এবং নাদিয়া সিং নামে দুই এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সেখানে।
সেই সিরিজের ভারতীয় সংস্করণের কথা যখন শোনা যায়, তখন অনেকেই ভেবেছিলেন যে সিরিজটি হয়ত রিমেক। তবে সামান্থা আগেই জানিয়েছেন এটি রিমেক নয়, বরং স্পিন অফ। সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই তা আরও ভালোভাবে স্পষ্ট হয়ে যায়। বোঝা যায়, গল্পের মধ্যে যোগসূত্র থাকলেও সম্পূর্ণ নতুন কিছু দেখা যাবে। এই সিরিজটি ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। সিরিজটি লিখেছেন সীতা আর মেনন, রাজ এং ডিকে। বরুণ ধাওয়ান ও সামান্থা প্রভুর পাশাপাশি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কেকে মেনন, সিমরান, শিবাঙ্কিত পরিহার, কাশভি মজমুন্দর, সাকিব সেলিম, সিকান্দার খের এবং বাংলার সোহম মজুমদার। শুধু হিন্দি নয়, স্প্যানিশ, ইতালিয়ান এবং মেক্সিকান ভাষাতেও সিটাডেলের স্পিন-অফ তৈরি হচ্ছে।