দেবের জয়ের পর রুক্মিণীর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কি এমন পোস্ট করলেন অভিনেত্রী?
After Deb's victory, Rumukmini's post went viral on social media, did the actress post like this?

The Truth Of Bengal : তারকা ভক্তরা ঠিক যা ভেবেছিল তাই হল। ঘাটালে ফের তের হ্যাটট্রিক দেবের। গেরুয়া শিবির কে হারিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হলেন টলিউডের সুপারস্টার দেব। এরপরই ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে রুক্মিণী মৈত্র। এটি হল একটি অ্যানিমেটেড ছবি। যেখানে দেখা যাচ্ছে এক বাঘ হরিণের উপর ঝাপিয়ে পড়ছে। আর পোস্টটি করে হিরনকে খোচা অভিনেত্রীর।
এবারের লোকসভা ভোটে একেবারে চর্চায় ছিল দেব-হিরনের লড়াই। দেবের গড়ে দেব কেই চ্যালেঞ্জ করেছিল বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর তিনি দেবকে খোঁচা দিয়ে কথা বলতেন তা নয় এর আগেও দেবকে একাধিক কটাক্ষ করতে দেখা গিয়েছিল হিরনকে। একদিকে যখন বাক্যবানে দেবকে বিঁধতে ব্যস্ত ছিল হিরন সৌজন্যে তাকে হাতিয়ার করে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব। সমুদ্র অপমান সামলেছিলেন তিনি। এতকিছুর পরেও দমিয়ে রাখা গেল না এই তারকা প্রার্থীকে। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হতে দেখা গেল তারকা প্রার্থী দেবকে।
জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন তারকা প্রার্থী দেব। তবে এদিন জয়ের পর তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ” গত ৩ বছর আমার পিছনে সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেল হতে হয়েছে আমাকে। যাঁরা চোর, তাঁদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরও বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট উলট-পালট হল, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।”
এরপরই আবার বিরোধী প্রার্থী হিরণকে বিঁধে দেব জানায়, “আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেইজন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এবছর বেড়েছে।”