বিরতি কাটিয়ে নতুন রূপে কাম ব্যাক গ্লোবাল আইকন প্রিয়াঙ্কার
After a break, global icon Priyanka is back in a new form

The Truth Of Bengal: তিনি কথা দিয়ে কথা রেখেছেন। বলেছিলেন মেয়ে একটু বড় হলেই আবার ফিরব অভিনয় জগতে। তাই কথা রাখতে ফিরছেন একেবারে নতুন লুকে। কার কাম ব্যাকের কথা বলছি বলুন তো? কথা হচ্ছে বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার।
সম্প্রতি একটি ছবি সমাজ মাধ্যমে বেশ ঘোরাঘুরি করছে। যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া মিরর সেলফি তুলছেন। পরনে ছিল ধূসর-টোনড স্পোর্টস ব্রা এবং ম্যাচিং শর্টস। আর সেই ছবি স্টোরিতে দিয়ে লিখেছেন, ” অবশেষে কাজের স্রোতে ফিরছি…. বিরতি শেষ। ” আর এই ছবি ভাইরাল হতেই শুভেচ্ছার ঝড় নেট পাড়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করে একজন লিখছেন, ” মা কাজে ফিরছে”।
প্রসঙ্গত, বলিউডের দেশি গার্ল আপাতত মার্কিনে বিজ্ঞাপনের কাজ এবং হলিউড ছবিতে অভিনয় করছেন। আর কিছু দিনের মধ্যে হলিউডের ‘হেডস অফ স্টেট’ ছবিতে কাজ করতে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি ‘টু কিল অ্যা টাইগার’ সিনেমাতেও কাজ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও ‘জি লে জারা’ সিনেমাতে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে।
FREE ACCESS