বিনোদন
Trending
‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিতে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে ধরা দিলেন সারা
Sara portrayed the role of a freedom fighter in the film 'Ae Watan Mere Watan'

The Truth Of Bengal: চলতি সপ্তাহেই ঘোষিত হল সারা আলি খানের নতুন পিরিয়ড পিস অ্যায় ওয়াতন মেরে ওয়াতন ছবিটির। পরিচালক কান্নান আইয়ার পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর একটি কালজয়ী গল্পকে। ছবির প্রধান চরিত্রে সারা আলি খান ছাড়াও রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব। আগামি মার্চে বড় পর্দায় মুক্তি পাবে অ্যায় ওয়াতন মেরে ওয়াতন ছবিটি। তার আগে ছবির টিজারে চোখ রাখা যাক আজকের বিনোদনের ডেলিডোজে।
FREE ACCESS