
The Truth of Bengal:২০২১ সালে থেকে ‘মিঠাই’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তায় দেখা যায় আদৃত রায়কে। সৌমীতৃষা কুণ্ডুর ও আদৃতের সঙ্গে তাঁর জুটি নিয়ে এখনও দর্শকমহলে আলোচনা চলে।বড়পর্দা থেকেই অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। তাঁকে দেখা গিয়েছিল ‘নূরজাহান’ ও ‘প্রেম আমার ২’ ছবিতে। তারপর হুট করেই চলে আসেন ছোটপর্দায়। ফের বড়পর্দায় দেখা যাবে তাঁকে। দেবের ‘পাসওয়ার্ড’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদৃত।
‘পরিণীতা’য় ছিলেন আনন্দর ভূমিকায়। আবার মুখ্য ভুমিকা এই ছবিতে আদৃত মূল ধারার বাণিজ্যিক ছবি বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে ছবির নাম ‘পাগল প্রেমী’। নাম থেকেই অনুমেয়, বাণিজ্যিক প্রেমের ছবি। প্রযোজনায় এসভিএফ। সূত্রের খবর, ছবিতে আদৃতের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা এখনও চূড়ান্ত নয়।তবে কেরিয়ারের শুরুর দিকে যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, এই নতুন ছবিতে কিন্তু একেবারে অন্য ভাবে হাজির হতে চলেছেন তিনি।
তবে আদৃতের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও নিশ্চিত হয়নি। এই ছবির ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ আদৃত বা ছবির টিম। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ। এর আগে ‘কে: সিক্রেট আই’, ‘ব্রহ্মদৈত্য’-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।এখন তথাকথিত বাণিজ্যিক ছবিতে তিনি কী চমক হাজির করেন, সেটাই দেখার।