বিনোদন
Trending

রেড হট লুক, লাল শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

Actress Samantha Ruth Prabhu caught attention in red saree

The Truth Of Bengal : সম্প্রতি মালয়েশিয়ায় লাল শাড়িতে নজর কাড়লেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর এই রেড হট লুক চোখ ও মন কেড়ে নিল নেটিজেনদের। মালয়েশিয়ার একটি বিপনীর উদ্বোধনে দেখা গেল তাঁকে। সেই অনুষ্ঠানে অভিনেত্রী একটি চকচকে গাঢ়-লাল শাড়ি পরেছিলেন, সঙ্গে মানানসই সিলভার সিকোয়েন্সের একটি জমকালো নেকলেস পরেছিলেন। বলিউড ফ্যাশন ডিজাইনার অর্পিতা মেহতার সিকুইন এবং মিরর শাড়িতে সামান্থা রুথ প্রভু লালপরী হয়ে তাপমাত্রা বাড়ালেন সোশ্যাল সাইটে।

 

FREE ACCESS

Related Articles