দেশাত্মবোধক সিনেমার দিকপাল অভিনেতা মনোজ কুমার প্রয়াত, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Actor Manoj Kumar, the pioneer of patriotic films, passes away

Truth Of Bengal: প্রয়াত হলেন ‘ভারত কুমার’ নামে খ্যাত প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার। ফের নক্ষত্র পতন! ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার। তাঁর দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি সুপরিচিত। তাঁর মৃত্যু সংবাদে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে দেশের প্রধান মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছেন।
Saddened by the demise of veteran actor and filmmaker Manoj Kumar today. Known for his patriotic films, ‘Bharat Kumar’, as he was often called, represented the idea of devotion to the motherland. His death is a great loss for our cineworld.
My condolences to his family, friends,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2025
সম্প্রতি বর্ষিয়ান অভিনেতাকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই হৃৎরোগ জনিত সমস্যায় মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, তাঁর লিভারে সিরোসিসও হয়েছিল। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতার অভিনয়, ব্যক্তিত্ব বহু মানুষের মন দখল করে নিয়েছিল। তাঁর দেশাত্ববোধক সিনেমা যেমন “ক্রান্তি”, “পূরব ওউর পশ্চিম” দর্শকের কাছে প্রচুর প্রশংসা পেয়েছিল।
১৯৩৭ সালে বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখা-তে জন্ম হয়েছিল মনোজ কুমারের। তবে শুরুতে তাঁর নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। পরে অভিনয় জগতে পা রাখার সময় নাম পাল্টে হয় মনোজ কুমার। একাধিক দেশাত্মবোধক সিনেমায় তার অভিনয় প্রশংসাকুযড়ায় দর্শকদের। ভারত কুমার উপাধিতে ভূষিত হন তিনি। হরিয়ালি অর রাস্তা, ও কৌন থি, হিমালয় কি গড মে, দো বদন, পাথর কে সনম, নীল কমল এবং ক্রান্তির মতো ছবি পরিচালনা করেছেন।
তার পরিচালিত ছবিগুলি দর্শকদের মন জয় করে। তাঁর কাজের জন্য বহুবার বিভিন্ন সম্মানে সম্মানিত হন তিনি। ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান মনোজ কুমার। ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন এই অভিনেতা ও পরিচালক। তিনি সারা জীবন দর্শকদের কথা চিন্তা করে ভালো ভালো কাজ করে গিয়েছেন। শুক্রবার ভোর ৪.০৩ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার।